করোনার দাপট কমতেই ছড়িয়ে পড়ল মারাত্মক চাপার ভাইরাস, চিন্তায় স্বাস্থ্যমহল

Nov 18, 2020, 16:11 PM IST
1/7

করোনা  সংক্রমণের দাপটের মাঝেই আরেক মারাত্মক ভাইরাসের সংক্রমণ শুরু। সেই ভাইরাস শরীরে বাসা বাঁধলেই মারাত্মক হেমারেজিক জ্বরে আক্রান্ত হচ্ছে রোগী। 

2/7

এখনও পর্যন্ত বলিভিয়াতেই খেলা দেখাচ্ছে চাপার ভাইরাস। মনে করা হচ্ছে ইবোলার মতোই এই ভাইরাসের বৈশিষ্ট্য। 

3/7

বেশ কয়েকজনের শরীরে ইতিমধ্যেই এই ভাইরাসের উপসর্গ পাওয়া গিয়েছে। ইতিমধ্যে, দু-জন স্বাস্থ্য কর্মী ও একজন রোগীর মৃত্যু খবর এসেছে। 

4/7

চাপার ভাইরাস বডি ফ্লুয়েডের মধ্যে সংক্রমণ ছড়ায়।   

5/7

চাপার ম্যামারেনাভাইরাস অ্যারেনাভিরিডি ভাইরাস প্রজাতির।এই ভাইরাসের কথা ২০০৩ সালে জানা যায়। সম্পূর্ণ অপরিচিত ভাইরাস এমনটা নয়। 

6/7

রক্ত, বীর্য, প্লাজমা মারফত ছড়িয়ে পড়ছে চাপার ভাইরাস। 

7/7

কী ভাবে বুঝবেন আপনি চাপার ভাইরাসে আক্রান্ত?পেটে ব্যথা , বমি , চোখে ব্যথা, ত্বকে জ্বালা, চুলকানি, ঘা হবে। সঙ্গে হেমারেজিক জ্বর।