Cheaper And Costlier In Budget 2022: এবারের বাজেটে কী কী সস্তা হল, কোনটা হল দামী? জেনে নিন

Feb 01, 2022, 14:40 PM IST
1/5

বাজেটে দামের বাড়া-কমা

Costlier and Cheaper In Budget 2022

নিজস্ব প্রতিবেদন : বেশ কিছু জিনিসের দাম বাড়ল আবার বেশ কিছু জিনিসের দাম কমলও এবারের বাজেটে। সস্তা-দামীর ট্যালি শিটে এবারও নজর আমজনতার। চলুন দেখে নেওয়া যাক, কী কী সস্তা হল? কী কী-ই বা দামী হল?

2/5

দাম কমল

Cheaper Budget 2022

বস্ত্র, চামড়ার পণ্য (জুতো-চটি-লেদার ব্যাকপ্যাক), মোবাইল ফোন, মোবাইল ফোন চার্জার, মোবাইল ক্যামেরার লেন্স, পালিশ করা হীরে, রত্ন, ইমিটেশন গয়নার দাম কমল।   

3/5

রত্ন ও গয়নায় শুল্ক হ্রাস

Custom Duty Cut On Gems and Jwellery

রত্ন ও গয়নার উপর শুল্ক কমানো হয়েছে। এর পাশাপাশি মিথানল সহ বেশকিছু রাসায়নিক ও পেট্রোপণ্যের উপর থেকেও আমদানি শুল্ক কমানো হয়েছে।  

4/5

এবারের বাজেটে সস্তা

Cheaper In Budget 2022

সস্তা হল ঘরোয়া পরিধানযোগ্য ইলেকট্রনিক ডিভাইস, কানে শোনার যন্ত্র, ইলেকট্রনিক স্মার্ট মিটার ও কৃষি উপকরণের।

5/5

দাম বাড়ল

Costlier Budget 20222

অন্যদিকে দামী হল সব আমদানিকৃত দ্রব্য, ছাতা। তার পাশাপাশি লোহা-লক্কড়ের উপর শুল্ক বাড়ছে। করের বোঝা চাপল ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল মুদ্রা লেনদেনেও। অনলাইলে সম্পত্তি কেনাবেচার উপর বসছে ৩০ শতাংশ কর।