1/6
2/6
পাঁচ সদস্যের কমিটি এই রিপোর্ট পেশ করেছে। যাতে বলা আছে heritage tree অর্থাৎ যার বয়স ১০০ পার হয়েছে, সেই গাছের দাম হবে কোটি টাকার বেশি। কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে, কোনও প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একের পর এক গাছ কাটা হয়। তার দাম ধার্য করা হয়না সেভাবে। ফলে পরিবেশের সম্পদ ভারতের অর্থনীতিতে প্রভাব ফেলে না।
photos
TRENDING NOW
3/6
4/6
উল্লেখ্য, রিপোর্টে জানানো হয়েছে, একটা গাছ যে পরিমাণে অক্সিজেন ছাড়ে, টাকার অঙ্কে তার দাম ৪৫,০০০ টাকা। পশ্চিমবঙ্গে ৩৫৬ টি যে গাছ কাটা হয়েছে তার দাম ২২০ কোটি টাকা। হাইওয়ে, ট্রাফিক কন্ট্রোল ও ট্রান্সপোর্টের জন্যও একাধিক গাছে কাটা হয়ে থাকে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে পাঁচটি রেলওয়ে ওভার ব্রিজ নির্মাণের জন্য ৩৫৬ টি গাছ কাটা হয়েছে।
5/6
photos