West Bengal Weather Update: 'সুপর্ণা' নয়, আবহাওয়া দফতরই জানিয়ে দিল শীতকাল কবে আসবে...

West Bengal Winter Season Update: শীতকাল কবে আসবে সুপর্ণা?' শীত নিয়ে কোনও প্রশ্ন উঠলেই বাঙালি অব্যর্থ ভাবে এই লাইনটি বলে ওঠে। তবে সুপর্ণা নয়, আবহাওয়া দফতরই জানিয়ে দিল শীতকাল কবে আসবে!

| Nov 04, 2023, 14:47 PM IST

সন্দীপ প্রামাণিক: 'শীতকাল কবে আসবে সুপর্ণা?'-- শীত নিয়ে কোনও প্রশ্ন উঠলেই বাঙালি অব্যর্থ ভাবে এই লাইনটি আওড়ায়। ভাস্কর চক্রবর্তীর এই নামেরই কাব্যগ্রন্থের অন্যতম শ্রেষ্ঠ কবিতা এটি। দুদিন আগের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, ৩ নভেম্বর দক্ষিণবঙ্গের জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তা সত্যি করে গতকাল কলকাতা-সহ জেলায় অল্প বৃষ্টিপাত হয়েছে। আর বলা হয়েছিল, আগামী ৭ নভেম্বরের পর থেকে রাতে তাপমাত্রা কমবে, পড়তে পারে শীত। তবে সেটা বদলেছে। এগিয়ে আসতে পারে শীত। শীত নিয়ে আর সম্ভবত কাব্য করার দরকার হবে না। কেননা, সুপর্ণা নয়, খোদ আবহাওয়া দফতরই এবার জানিয়ে দিল শীতকাল কবে আসবে!

1/8

ঘূর্ণাবর্ত

এই মুহূর্তে ছত্তীসগঢ়ের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছ।  এর ফলে আজ, শনিবার দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

2/8

বৃষ্টি-সম্ভাবনা

উত্তরবঙ্গে, বিশেষত কালিম্পংয়ে আজ শনিবার ও আগামীকাল রবিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলি শুষ্কই থাকবে। 

3/8

আকাশ পরিষ্কার

আগামী কাল রবিবার থেকে কমবে তাপমাত্রা,  আগামী কাল থেকে আকাশও পরিষ্কার হয়ে যাবে। 

4/8

উত্তুরে বাতাস

রবিবারের পর থেকে উত্তর-পশ্চিমের শীতল হাওয়া প্রবেশ করবে। তার পরে তাপমাত্রা অনেকটাই কমে যাবে। 

5/8

শীতের প্রবেশ

আগামী তিন থেকে চার দিনের মধ্যে এখনকার থেকে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে।

6/8

শনি-উষ্ণতা

আজ, শনিবার তাপমাত্রা ৩২ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। 

7/8

কলকাতায় শীত?

আগামীকালের পর থেকে তাপমাত্রা অনেকটা কমে গিয়ে কলকাতায় তা সোমবার অন্তত ২১-২২ ডিগ্রি সেলসিয়াসে চলে আসবে বলে খবর। 

8/8

ঠান্ডা পশ্চিম

আগামীকাল থেকে পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যাবে। মানে, প্রায় শীতের আবহাওয়াই আর কী! তা হলে, শীত তো এসেই পড়ল!