রাখি পূর্ণিমার আগের বিকেলে দলীয় বৈঠক। আর বৈঠক শেষ হতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাখি পরাতে হুড়োহুড়ি পড়ল তৃণমূল ভবনে। যুব তৃণমূল সভাপতিকে রাখি পরালেন তৃণমূল ছাত্র পরিষদ নেত্রী জয়া দত্তও। সব মিলিয়ে রাজনীতির পরতের নীচে রবিবার সকালে অন্যরকম আমেজ ছিল তৃণমূল ভবনে।
2/5
আগামী ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এবার সভা আয়োজনের দায়িত্ব পড়েছে যুব তৃণমূলের ওপর। শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে শনিবার বিকেলে সংগঠনের নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
photos
TRENDING NOW
3/5
তবে অন্যদিনের থেকে এদিনের বৈঠক ছিল একটু আলাদা। অন্যান্য দিন বৈঠক শেষে ধীরে ধীরে ঘর ছাড়েন নেতারা। তবে এদিন বৈঠক শেষ হতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে ধেয়ে আসেন যুব তৃণমূলের নেতা-কর্মীরা। কে আগে রাখি পরাবেন তা নিয়ে হুড়োহুড়ি পরে যায়।
4/5
এদিন যদিও প্রথম রাখি পরান তৃণমূল ছাত্র পরিষদ সভানেত্রী জয়া দত্ত। তার কিছুক্ষণের মধ্যেই অভিষেকের হাত ভরে ওঠে রাখিতে।
5/5
রাখি বাঁধার পর্ব শেষ হলে দলীয় নেতাদের রাখিবন্ধনের শুভেচ্ছা জানান অভিষেকও।