৪ সৈকতকে জুড়ে বাংলার মেরিন ড্রাইভ কবে হবে, অপেক্ষায় দিঘাবাসী

Dec 10, 2019, 14:01 PM IST
1/10

বাংলার মেরিন ড্রাইভ

বাংলার মেরিন ড্রাইভ

সুতপা সেন- মুখ্যমন্ত্রীর ইচ্ছায় মুম্বাই মেরিন ড্রাইভের ধাঁচে দিঘায় গড়ে উঠতে চলেছে মেরিন ড্রাইভ।

2/10

বাংলার মেরিন ড্রাইভ

বাংলার মেরিন ড্রাইভ

দিঘা থেকে কাঁথি পর্যন্ত ২৯ কিমি দীর্ঘ মেরিন ড্রাইভ তৈরির কাজ চলছে।

3/10

বাংলার মেরিন ড্রাইভ

বাংলার মেরিন ড্রাইভ

৩টে ব্রিজের মাধ্যমে একাধিক সৈকতকে জুড়ে তৈরি হচ্ছে এই মেরিন ড্রাইভ।

4/10

বাংলার মেরিন ড্রাইভ

বাংলার মেরিন ড্রাইভ

ব্রিজ তৈরি করছে পূর্ত দপ্তর। রাস্তা তৈরি করছে দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি।

5/10

বাংলার মেরিন ড্রাইভ

বাংলার মেরিন ড্রাইভ

৩টি ব্রিজের মাধ্যমে জোড়া হচ্ছে দিঘা, শংকরপুর, তাজপুর ও মন্দারমনি।

6/10

বাংলার মেরিন ড্রাইভ

বাংলার মেরিন ড্রাইভ

৩টে নদীর উপর তৈরি হচ্ছে এই ৩টি ব্রিজ। চম্পা নদীর উপর ব্রিজ দিয়ে জোড়া হচ্ছে নয়াখালির সঙ্গে শঙ্করপুর।

7/10

বাংলার মেরিন ড্রাইভ

বাংলার মেরিন ড্রাইভ

জলধা নদীর উপর ব্রিজ বানিয়ে জোড়া হচ্ছে মন্দারমনিকে।

8/10

বাংলার মেরিন ড্রাইভ

বাংলার মেরিন ড্রাইভ

আর সৌলা নদীতে তৈরি হচ্ছে অন্য একটি ব্রিজ।

9/10

বাংলার মেরিন ড্রাইভ

বাংলার মেরিন ড্রাইভ

মেরিন ড্রাইভ তৈরি করতে বরাদ্দ হয়েছে ১০০ কোটি।  

10/10

বাংলার মেরিন ড্রাইভ

বাংলার মেরিন ড্রাইভ

তবে দু'বছর ধরে কাজ চললেও কবে তার শেষ হবে তা এখনও অনিশ্চিত।