Lakshmi Puja: ঠিক কোন সময়ে লক্ষ্মীপুজো করলে ধনসম্পদলাভের বিপুল সম্ভাবনা? জেনে নিন সেই মুহূর্ত...
Lakshmi Puja: আজ, শনিবার কোজাগরী লক্ষ্মীপুজো। 'কোজাগরী' শব্দের অর্থ, কে জাগে! যাঁরা আজ রাত জেগে মা লক্ষ্মীর পুজো করবেন, তাঁরা ধনদেবীর বিশেষ আশীর্বাদ পাবেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজ কোজাগরী লক্ষ্মীপুজো। 'কোজাগরী' শব্দের অর্থ, কে জাগে! যে বা যাঁরা আজ এই পূর্ণিমার রাত জেগে মা লক্ষ্মীর পুজো করেন, তিনি ধনদেবীর বিশেষ আশীর্বাদ পান বলে বিশ্বাস। বাঙালির কাছে কোজাগরী লক্ষ্মীপুজো এমনিতেই খুব স্পেশাল। লক্ষ্মীবন্দনার মধ্যে দিয়ে বাঙালি ধনসম্পদের সাধনা করে।
1/7
মা লক্ষ্মীর বাহন পেঁচা
2/7
কোজাগরী লক্ষ্মী
photos
TRENDING NOW
6/7
কোজাগরকৃত্য
7/7
চন্দ্রগ্রহণও
প্রসঙ্গত, আজ লক্ষ্মীপুজোর দিনে পড়েছে চন্দ্রগ্রহণও। এদিন চন্দ্রোদয় ঘটবে বিকেল ৫টা ২০ মিনিটে। চন্দ্রগ্রহণ শুরু হবে ২৯ অক্টোবর রাতে ১টা ৫ মিনিটে। গ্রহণ ছাড়বে ২৯ অক্টোবর রাত ২টো ২৪ মিনিটে। গ্রহণ চলবে ১ ঘণ্টা ২৯ মিনিট জুড়ে। গ্রহণের সূতককাল শুরু আজ, ২৮ অক্টোবর বেলা ২টো ৫২ মিনিট থেকেই। সূতককাল শেষ হবে ২৯ অক্টোবর রাত ২টো ২২ মিনিটে নাগাদ। সূতককাল হল অশুভ মুহূর্ত। এই অশুভ সময়কে এড়িয়ে লক্ষ্মীর আরাধনা করতে হবে।
photos