করোনার প্রতিষেধক এলে সব দেশ যেন সমান ভাবে পায়! সে উদ্দেশ্যে পদক্ষেপ করলেন রাষ্ট্রনেতারা

Jul 17, 2020, 17:45 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: নোভেল করোনা! সারা বিশ্বকে একাই টালমাটাল করে দিয়েছে এই মারণ ভাইরাস। প্রতিষেধক না মেলা পর্যন্ত শান্তি নেই। কিন্তু প্রতিষেধক মিললেও কি সমস্যা মিটবে? তাই প্রতিষেধক যাতে সমভাবে সব দেশ পায় তাঁর জন্য পদক্ষেপ করলেন কানাডার প্রধানমন্ত্রী ও একাধিক রাষ্ট্রনেতারা।  

2/5

দক্ষিণ আফ্রিকা, স্পেন, নিউজিল্যান্ড -সহ একাধিক দেশের নেতারা এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো একটি চুক্তি স্বাক্ষর করেছেন। যাতে প্রতিষেধক সমভাবে বন্টন করা হয়।

3/5

ট্রুডোর সঙ্গে এই পত্রে সই করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ ছাড়াও ইথিওপিয়া, দক্ষিণ কোরিয়া, সুইডেন-সহ বিভিন্ন দেশের রাষ্ট্র নেতারা।

4/5

যাতে সব দেশে সমান ভাবে করোনার প্রতিষেধক বন্টন করা হয়, সেই  উদ্দেশ্যেই রাষ্ট্র নেতাদের এই উদ্যোগ। তাঁরা অন্যান্য দেশগুলিকেও এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন।  

5/5

বিশ্বের বিভিন্ন প্রান্তে করোনা প্রতিষেধক নিয়ে গবেষণা চলছে। অনেক দেশই ট্রায়ালে অনেকটা এগিয়ে গিয়েছে। ভারতের কোভ্যাকসিন ও জাইডাস ক্যাডিলারও ট্রায়াল চলছে।