কখন করবেন সরস্বতী পুজো? পঞ্জিকা মতে শুভক্ষণ-তিথি-নির্ঘণ্ট জানুন

Feb 15, 2021, 17:09 PM IST
1/4

নিজস্ব প্রতিবেদন: ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার পঞ্জিকা অনুসারে সরস্বতী পুজো। বসন্ত পঞ্চমীর দিন শুভ যোগ থাকে। পঞ্জিকা মতে পঞ্চমী ও চতর্থীর সন্ধিক্ষণে পুজো করা সবচেয়ে ভাল।

2/4

পঞ্চমী লাগার পর শুভ সময় কখন? ১৬ ফেব্রুয়ারি সকাল ৬:৫৯ মিনিট থেকে বেলা ১২:৩৫ মিনিট পর্যন্ত শুভ সময়। এ বছর বসন্ত পঞ্চমী তিথি পড়ছে ১৬ ফেব্রুয়ারি ভোর রাত ৩:৩৬ মিনিট থেতে তা চলবে ১৭ ফেব্রুয়ারি ভোর ৫:৪৬ মিনিট পর্যন্ত। 

3/4

হিন্দু পুরাণ মতে, এই দিনেই দেবী সরস্বতীর জন্ম হয়েছে, তাই এই দিনটিতেই উপাসনা করা হয় বিদ্যার দেবীর। 

4/4

 বসন্ত পঞ্চমীতে হলুদ সরষে ফুলে ভরে ওঠে ক্ষেত। ছোলা, যব, জোয়ার এবং গমের ক্ষেতেও বাসন্তী হাওয়ায় মাথা দোলাতে থাকে নতুন ফসল। এই দিন থেকেই ঋতুরাজ বসন্তের আগমন হয়। তাই হলুদ রঙের পোশাক পরার প্রচলন রয়েছে।