1/6
কোন ধরনের মাস্ক সবচেয়ে বেশি নিরাপদ?
সম্প্রতি সংবাদ সংস্থা রয়টার্স-কে দেওয়া সাক্ষাৎকারে WHO-এর মহামারী বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভ জানান, যে ক্ষেত্রে নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়, সে ক্ষেত্রে সাধারণ কাপড়ের মাস্কে করোনার সংক্রমণ রোখা যাবে না। এ ক্ষেত্রে একমাত্র ত্রিস্তর বিশিষ্ট মাস্ক পরে করোনা সংক্রমণের ঝুঁকি এড়ানো যেতে পারে।
2/6
কোন ধরনের মাস্ক সবচেয়ে বেশি নিরাপদ?
photos
TRENDING NOW
3/6
কোন ধরনের মাস্ক সবচেয়ে বেশি নিরাপদ?
সাধারণ মাস্ক মূলত হাঁচি-কাশির সময় নির্গত অসংখ্য ড্রপলেটকে বাতাসে মেশা থেকে রোধ করে। বিজ্ঞানসম্মত ভাবে বলতে গেলে, সাধারণ মাস্ক এক তরফা সুরক্ষা (one way protection) নিশ্চিত করে। কিন্তু ত্রিস্তর বিশিষ্ট মাস্ক বা রেসপিরেটর একাধারে যেমন হাঁচি-কাশির সময় নির্গত অসংখ্য ড্রপলেটকে আটকায়, তেমনই বাতাসে ভেসে বেড়ানো ধূলিকণা, জীবানুকেও নাকে-মুখে ঢোকা রোধ করে। অর্থাৎ, এ ক্ষেত্রে দুই তরফা সুরক্ষা (two way protection) মেলে।
4/6
কোন ধরনের মাস্ক সবচেয়ে বেশি নিরাপদ?
5/6
কোন ধরনের মাস্ক সবচেয়ে বেশি নিরাপদ?
6/6
কোন ধরনের মাস্ক সবচেয়ে বেশি নিরাপদ?
photos