আরোগ্য সেতুর ঢাক পেটালেন মোদী, কে তৈরি করেছে অ্যাপ? জানেই না সরকার
Oct 28, 2020, 17:36 PM IST
1/8
নিজস্ব প্রতিবেদন: কে তৈরি করেছে আরোগ্য সেতু অ্যাপ জানেই না সরকার! অথচ প্রচারে মোদী
2/8
করোনা-পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের জারি করা প্রতিটি নির্দেশিকায় আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার করার পরামর্শ রয়েছে। তবে সম্প্রতি যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তা নিয়ে রাজনৈতিক থেকে শুরু করে বিভিন্ন মহলে আলোচনার ঝড় উঠেছে।
photos
TRENDING NOW
3/8
আরটিআইয়ের জবাবে সরকার জানিয়েছে, যে আরোগ্য সেতু অ্যাপটি কে তৈরি করেছে সে সম্পর্কে তাদের কাছে তথ্য নেই।
4/8
এখন কেন্দ্রীয় তথ্য কমিশন (সিআইসি) জাতীয় তথ্য বিজ্ঞান কেন্দ্র, জাতীয় ই-গভর্নেন্স বিভাগ এবং জন তথ্য আধিকারিকদের (সিপিআইও) এ বিষয়টি পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়েছে।
5/8
আরোগ্য সেতুর ওয়েবসাইট জানাচ্ছে, এই অ্যাপ তৈরি করেছে ন্যাশেনাল ইনফরমেটিক সেন্টার এবং ইনফরমেশন টেকনোলজি মিনিস্ট্রি।
6/8
কিন্তু, সম্প্রতি উভয়ই জানিয়েছে, আরোগ্য সেতু অ্যাপ কে বানিয়েছে তা তারা জানে না।
7/8
কে আরোগ্য সেতু অ্যাপ্লিকেশন তৈরি করেছে সে সম্পর্কে "আপত্তিজনক উত্তর" দেওয়ার জন্য সেন্ট্রাল ইনফরমেশন কমিশন সরকারকে নোটিশ দিয়েছে।