Rachin Ravindra's Girlfriend: কাপ অভিষেকেই ১০০! জাত চিনিয়েছেন কিউয়ি, কে তাঁর সুন্দরী বান্ধবী?

রাচিন রবীন্দ্রের বাবা এবং মা দু'জনেই ক্রিকেটের অন্ধভক্ত। পাশাপাশি দু'জনেই সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড় বলতে অজ্ঞান ছিলেন। 'ক্রিকেট ঈশ্বর' ও 'ক্রিকেটের দেওয়াল' তাই বিচরণ করছেন রাচিনের মধ্য়ে। ভারতের দুই মহারথী জুড়ে রয়েছেন তাঁর নামে। ঠিক কীভাবে? রাহুলের 'রা' ও সচিনের 'চিন'কে জুড়েই হয়েছে রাচিনের নাম। 

| Oct 09, 2023, 17:34 PM IST

রাচিন রবীন্দ্রের বাবা এবং মা দু'জনেই ক্রিকেটের অন্ধভক্ত। পাশাপাশি দু'জনেই সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড় বলতে অজ্ঞান ছিলেন। 'ক্রিকেট ঈশ্বর' ও 'ক্রিকেটের দেওয়াল' তাই বিচরণ করছেন রাচিনের মধ্য়ে। ভারতের দুই মহারথী জুড়ে রয়েছেন তাঁর নামে। ঠিক কীভাবে? রাহুলের 'রা' ও সচিনের 'চিন'কে জুড়েই হয়েছে রাচিনের নাম। 

 

1/8

রাচিন রবীন্দ্র

 Rachin Ravindra's Girlfriend

বিশ্বকাপ অভিষেকেই অপরাজিত সেঞ্চুরি করে, চমকে দিয়েছিলেন রাচিন রবীন্দ্র। ভারতীয় বংশোদ্ভূত বছর তেইশের বাঁ-হাতি ব্য়াটিং অলরাউন্ডার খেলেন নিউ জিল্যান্ডের হয়ে। তাঁকে নিয়েই এখন জোর চর্চা বাইশ গজে। এই প্রতিবেদনের ফোকাস রাচিনে নয়, তাঁর সুন্দীর গার্লফ্রেন্ড

2/8

রাচিনের চমকে দেওয়া ১০০

  Rachin Ravindra's stunning 100

বিশ্বকাপ অভিষেকেই সেঞ্চুরি করে চমকে দিয়েছেন রাচিন। ১১ টি চার ও পাঁচটি ছয়ে রাচিন সাজিয়ে ছিলেন ৯৬ বলে অপরাজিত ১২৩ রানের ইনিংস।  

3/8

রাচিন চলে এসেছেন নিজের প্রতিভা দেখাতে

Rachin has arrived

বিশ্বকাপের প্রথম ম্য়াচেই ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে দিয়েছিল নিউ জিল্যান্ড। ইংল্যান্ডের ৪৫.৪ ওভারে করে ২৮২ রান তাড়া করতে নেমে কিউয়িরা ৩৭ ওভারের মধ্যে ম্য়াচ হেসে খেলে জিতে যায়। রাচিনের পাশাপাশি ডেভন কনওয়ে ঝড় তোলেন। তিনি ১২১ বলে ১৫২ রানের অপরাজিত ইনিংসও খেলেন।  

4/8

আলাপ করা যাক রাচিন রবীন্দ্রর গার্লফ্রেন্ডের সঙ্গে

Meet Rachin Ravindra's Girlfriend

সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট ফ্যানরা খুঁজে নিয়েছেন রাচিনের জীবনের বিশেষ মানুষকে। রাচিনের গার্লফ্রেন্ডের নাম প্রেমিলা মোরার। 

5/8

কে এই প্রেমিলা? কী করেন তিনি?

Who is Premila, Rachin's GF?

প্রেমিলা একজন ট্যালেন্টেড ফ্যাশন ডিজাইনার। নিউ জিল্যান্ডেই তাঁর কাজ। 

6/8

প্রেমিলার শিক্ষা

Premila's education

প্রেমিলা মাসে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। এই মুহূর্তে দ্য ফুড ডিউডস এনজেড কোম্পানিতে কর্মরত।    

7/8

প্রেমিলা কিন্তু ক্রিকেটের ফ্য়ান নয়!

Premila Not a cricket fan

সমুদ্র, ভ্রমণ ও ফ্যাশনই তাঁকে টানে। রাচিনের সঙ্গে আলাপ হওয়ার আগে পর্যন্ত প্রেমিলার পছন্দের তালিকায় ক্রিকেট ছিল ব্রাত্য।  

8/8

প্রেমিলার ইনস্টাগ্রাম ফলোয়ার্স

Premila's Instragram following

প্রেমিলাকে ৪৭৪৯ জন ফলো করেন ইনস্টায়। তাঁর পোস্টে মূলত লাইফস্টাইল কেন্দ্রিক।