Who Is Sam Konstas: সবার মুখে একটাই নাম, বিধ্বংসী অভিষেকে চর্চায় ১৯-এর ওপেনার! রইল কনস্টাসের বায়োডেটা
Who Is Sam Konstas: সবার মুখে এখন একটাই নাম, তিনি স্যাম কনস্টাস, মাতিয়েছেন মেলবোর্ন, রইল পুরো বায়োডেটা
1/5
কে এই স্যাম কনস্টাস
চলতি বর্ডার-গাভাসকর ট্রফির পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের ফল এখন ১-১। বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেনে ইন্দো-অজি তৃতীয় টেস্ট ড্র হয়েছে। ২৬ ডিসেম্বর থেকে শুরু হল চতুর্থ টেস্ট। অর্থাত্ বক্সিং ডে টেস্ট, মেলবোর্নে একাই সব লাইমলাইট কেড়ে নিলেন স্যাম কনস্টাস। ১৯ বছর বয়সী ক্রিকেটার অভিষেকেই চমকে দিলেন। আগামীর অজি তারকা হিসেবে দেখা হচ্ছে ঘরোয়া ক্রিকেট থেকে উঠে আসা টিনেজারকে।
2/5
স্যাম কনস্টাসের অভিষেক
টস জিতে প্যাট কামিন্স ব্যাট করার সিদ্ধান্ত নেন। ওপেন করতে নেমেছিলেন ১৯ বছরের কনস্টাস ও উসমান খোয়াজা। সব লাইমলাইট শুরতেই কেড়ে নিলেন অভিষেককারী টিনেজার কনস্টাস। তাঁর আত্মবিশ্বাস দেখে বাইশ গজের মাথা ঘুরে গিয়েছে। খোয়াজাকে সঙ্গে নিয়ে প্রথম উইকেটে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে জুড়ে দিলেন ৮৯ রান। জীবনের প্রথম টেস্টে ৬৫ বলে ৬০ রানের ঝকঝকে মারকাটারি ইনিংস খেললেন। জসপ্রীত বুমরার মতো বোলারকে যিনি ল্য়াপ-স্কুপ, রিভার্স ল্য়াপ মারলেন বলে বলে। দেখে মনে হচ্ছিল জীবনের প্রথম টেস্ট নয়, কম করে তাঁর ১০-২০টি টেস্ট খেলা হয়ে গিয়েছে। কনস্টাস তাঁর দুরন্ত ইনিংস সাজালেন ৬টি চার ও ২টি ছয়ে। ব্যাট করলেন ৯২.৩০-র স্ট্রাইকরেটে।
photos
TRENDING NOW
3/5
স্যাম কনস্টাস প্রথম শ্রেণির ক্রিকেট
কনস্টাস ২ অক্টোবর ২০০৫ সালে জন্মগ্রহণ করেছেন। ১০টি প্রথম শ্রেণির ম্য়াচে ৭১৮ রাান করেছেন ৪২.২৩-এর গড়ে। শেফিল্ড শিল্ডে তাঁর স্মরণীয় ডাবল সেঞ্চুরি রয়েছে। ১৯৯৩ সালে রিকি পন্টিংয়ের পর শেফিল্ড শিল্ডে ডাবল সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় কনস্টাস। ধারাবাহিক পারফরম্যান্সে নির্বাচকদের মুগ্ধ করে আজ জাতীয় দলে সুযোগ পেলেন। তরুণ ওপেনারের ভয়ডরহীন মানসিকতাই তাঁর ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছে। সিডনি থান্ডারের হয়ে বিগ ব্যাশ লিগে কনস্টাসের অভিষেক ছিল স্মরণীয়, যেখানে তিনি লিগের ইতিহাসে দ্রুততম হাফ-সেঞ্চুরি করেছিলেন। সব সংস্করণে নিজের দক্ষতা দেখিয়েছেন।
4/5
কনস্টাস পেয়েছেন ওয়াটসনকে
প্রাক্তন অজি তারকা শেন ওয়াটসনকে কনস্টাস তাঁর পরামর্শদাতা হিসাবে পেয়েছেন। কনস্টাস শান্ত এবং স্থিতিস্থাপক মানসিকতা গড়ে তুলেছেন। ওয়াটসনের দেখানো পথেই খেলার প্রতি তাঁর মানসিক দৃষ্টিভঙ্গি বদলেছে। কনস্টাস তাঁর আক্রমণাত্মক ক্রিকেটের জন্যই পরিচিত, প্রায়ই বোলারদের উপর ঝাঁপিয়ে পড়েন। হিসেব করে ঝুঁকি নিয়েই আত্মবিশ্বাসকে তুঙ্গে নিয়ে গিয়েছেন। যে কোনও দলের কাছে তিনি আতঙ্ক হয়ে উঠতে পারেন।
5/5
স্যাম কনস্টাস
photos