Abdul Ghani Baradar: বছর ২০ পর আফগানিস্তানে ফেরত, মার্কিন সেনা প্রত্যাহারের নেপথ্য নায়ক, কে এই বেরাদর?
1/8
মোল্লা আবদুল গনি বেরাদর
![মোল্লা আবদুল গনি বেরাদর Mullah Abdul Ghani Baradar](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/09/04/343257-goni6.jpg)
2/8
মোল্লা আবদুল গনি পরিচিত বেরাদর নামে
![মোল্লা আবদুল গনি পরিচিত বেরাদর নামে Mullah Abdul Ghani is also known as Baradar](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/09/04/343256-goni5.jpg)
পুরো নাম মোল্লা আবদুল গনি বেরাদর (Mullah Abdul Ghani Baradar)। তবে তালিবানের কাছে তিনি 'মোল্লা বেরাদর'। এহেন বেরাদরের জন্ম ১৯৬৮ সালে কন্দহরে। জন্মসূত্রে তিনি একজন দুররানি পাশতুন। বলা হয়, দুররানিরা আফগানিস্তানের আদি গোষ্ঠী। এঁদেরই পূর্বপুরুষ হলেন আহমেদ শাহ দুররানি যিনি আধুনিক আফগানিস্তানের প্রতিষ্ঠা করেছিলেন।
photos
TRENDING NOW
3/8
সহ-প্রতিষ্ঠাতা তালিবান
![সহ-প্রতিষ্ঠাতা তালিবান Co-founding the Taliban](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/09/04/343255-goni4.jpg)
4/8
আন্তর্জাতিক মুখ
![আন্তর্জাতিক মুখ A prominent international face](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/09/04/343254-goni3.jpg)
5/8
অন্য ভূমিকা
![অন্য ভূমিকা Separate roles](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/09/04/343253-goni2.jpg)
বেরাদর কোনই দিনই তালিবানের সর্বময় কর্তা ছিলেন না। সেই পদে আপাতত রয়েছেন হায়াতুল্লা আখুন্দজাদা। বেরাদরের ভূমিকা বরাবরই ছিল কৌশল তৈরির। আড়ালে থেকে মস্তিষ্ক সক্রিয় রাখা। তবে প্রধান না হয়েও তালিবানের রাজনৈতিক অবস্থানের অভিমুখ বরাবার তিনিই ঠিক করে এসেছেন। আন্তর্জাতিক মঞ্চেও তাঁর অবস্থানই ছিল তালিবানের তরফে শেষ কথা।
6/8
আফগানিস্তান-আমেরিকা সম্পর্ক
![আফগানিস্তান-আমেরিকা সম্পর্ক afghanistan-US relation](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/09/04/343252-gani1.jpg)
7/8
তালিবানদের আফগান দখল
![তালিবানদের আফগান দখল Taliban's takeover of Afghanistan](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/09/04/343251-gani.jpg)
ধর্মীয় নেতা মহম্মদ ওমর বেরাদরের ভায়রাভাই। ওমর এবং বেরাদরের উদ্যোগেই তৈরি হয় এক মাদ্রাসা। নাম দেওয়া হয় 'তালিবান'। সেই শুরু তালিবানের যাত্রা। সময়টা ১৯৯১ সাল। এর ঠিক পাঁচ বছরের মাথাতেই সাফল্য। ১৯৯৬ সালে আফগানিস্তানের দখল নেয় তালিবান। রবিবার রাতে যে ভাবে তারা কাবুল দখল করল, ঠিক সে ভাবেই আফগানিস্তানে শুরু হয়েছিল তালিবানি শাসন। সেই রাষ্ট্রে প্রধান ছিলেন ওমর। বেরাদর ছিলেন আফগান সেনার দায়িত্বে। ২০০১ সালে মার্কিন সেনারা যখন আফগানিস্তান থেকে তালিবানকে উৎখাত করে, তখন বেরাদর ছিলেন আফগানিস্তানের উপপ্রতিরক্ষা মন্ত্রী।
8/8
তালিবান সরকার
![তালিবান সরকার Taliban government](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/09/04/343250-goni7.jpg)
আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহরের বিমানবন্দরে মোল্লা আবদুল গনি বেরাদরের চারপাশে রীতিমতো উৎসবে মেতে উঠেছেন অগণিত মানুষ। এই কান্দাহার শহরকেই কিন্তু আফগানিস্তানে তালিবানের আতুঁড়ঘর হিসেবে ধরা হয়। শেষ হাসি হাসলেন বেরাদরই। তবে এ বার তালিবানকে আসল পরীক্ষা দিতে হবে। দেশের মানুষকে প্রয়োজনীয় পরিষেবা দেওয়ার দায়িত্ব পালন করতে হবে।
photos