কীভাবে ছড়াল করোনা? চিনে গিয়ে খোঁজ লাগাবে WHO

| May 07, 2020, 16:51 PM IST
1/5

কীভাবে ছড়াল করোনা?

কীভাবে ছড়াল করোনা?

কী ভাবে মানুষের শরীরে করোনাভাইরাস ঢুকল, তা না জানা পর্যন্ত এর প্রতিষেধক তৈরি করা সম্ভব নয়। এমনটাই মনে করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-এর বিশেষজ্ঞরা। 

2/5

কীভাবে ছড়াল করোনা?

কীভাবে ছড়াল করোনা?

কোন পথে মানব শরীরে করোনাভাইরাস প্রবেশ করল, তা সরেজমিনে খতিয়ে দেখতে চিনে যেতে চাইছে WHO-এর বিশেষজ্ঞদের একটি দল।

3/5

কীভাবে ছড়াল করোনা?

কীভাবে ছড়াল করোনা?

WHO-এর মহামারী বিশেষজ্ঞ ডঃ মারিয়া ভ্যান জানান, ইতিমধ্যেই এ বিষয়ে চিনে WHO-এর শাখায় কর্মরত আধিকারিকদের সঙ্গে তাঁদের আলোচনা হয়েছে। কারণ জানিয়ে সেখানে পর্যবেক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছে চিনকেও। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি চিনা বিদেশমন্ত্রক।

4/5

কীভাবে ছড়াল করোনা?

কীভাবে ছড়াল করোনা?

এর আগেও পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য চিনে গিয়েছিলেন WHO-এর আধিকারিকেরা। তখনই জানা গিয়েছিল যে, অন্য কোনও প্রাণীর শরীর থেকেই করোনাভাইরাস মানুষের শরীরে ঢুকেছে। কিন্তু ঠিক কোন প্রাণীর থেকে বা কী ভাবে তা মানুষের শরীরে ঢুকল, সে বিষয়টি এখনও পরিষ্কার নয় WHO-এর কাছে।

5/5

কীভাবে ছড়াল করোনা?

কীভাবে ছড়াল করোনা?

এর আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চিনের থেকেই ছড়িয়েছে করোনাভাইরাস। এই মহামারির জন্য সরাসরি চিনকেই দায়ি করেছেন ট্রাম্প। যদিও এই দাবির পক্ষে কোনও প্রমাণ দিতে পারেননি তিনি। তাই করোনার প্রতিষেধক তৈরির আগে ঠিক কোন প্রাণীর থেকে বা কী ভাবে তা মানুষের শরীরে ঢুকল, তা খতিয়ে দেখতে চিনে যেতে চান WHO-এর বিশেষজ্ঞদের একটি দল।