প্রধানমন্ত্রীর মুখ কে? মায়াবতীর সঙ্গে জোট ঘোষণার পর কৌশলী উত্তর অখিলেশের

Jan 12, 2019, 23:52 PM IST
1/5

নরেন্দ্র মোদীকেই মুখ করে বিজেপি যে প্রচারে নামবে, তা স্পষ্ট করে দিয়েছে গেরুয়া শিবির। দিল্লির রামলীলা ময়দানে বিজেপির জাতীয় মহাধিবেশনেও নরেন্দ্র মোদীর নামেই ভোট চেয়েছেন অমিত শাহ। ঘোষণা করে দিয়েছেন, আরও একবার ক্ষমতায় আনবে নমোকে। কিন্তু বিরোধী জোটে মুখ্যমন্ত্রী কে?

2/5

শনিবারের বারবেলায় মোদীকে রুখতে জোট করলেন মায়াবতী ও অখিলেশ যাদব। উত্তরপ্রদেশে লোকসভা ভোটে সপা-বসপা ৩৮টি করে আসনে লড়াই করবে বলে ঘোষণা করলেন তাঁরা।

3/5

কিন্তু বিরোধী শিবিরের প্রধানমন্ত্রীর মুখ কে? বুয়া-ভতিজার সাংবাদিক বৈঠকেও উঠল এই প্রশ্ন। 

4/5

অখিলেশ যাদব কারও নাম নিলেন না। মায়াবতীর পাশে বসে বললেন, ''আপনারা জানেন কাকে সমর্থন দেব। উত্তরপ্রদেশ দেশকে প্রধানমন্ত্রী দিয়ে এসেছে। আবার কেউ প্রধানমন্ত্রী হলে খুশি হব''।  

5/5

বলে রাখি, ইতিমধ্যেই মায়াবতীকে প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরেছে তাঁর দল। কিন্তু কৌশলী উত্তর দিয়ে ধাঁধা জিইয়ে রাখলেন অখিলেশ যাদব। জোট  হলেও প্রধানমন্ত্রীর মুখ নিয়ে বিরোধীদের মধ্যে ঐক্যমত্য নেই বলে মত রাজনৈতিক মহলের একাংশের।