মেয়ো রোডের সভায় একমাত্র এই টিএমসিপি নেত্রীর নামই মুখে আনলেন মমতা
Aug 28, 2018, 13:56 PM IST
1/7
তবে কী লগ্নজিতা চক্রবর্তীই তৃণমূল ছাত্র পরিষদের পরবর্তী সভানেত্রী হতে চলেছেন? এই প্রশ্নটাই এখন তৃণমূলের অন্দরে ঘুরপাক খেতে শুরু করেছে।
2/7
এদিন তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিনে মেয়ো রোডের সভায় মাননীয়া মুখ্যমন্ত্রী নিজের বক্তব্য রাখার সময় কেবল একজন টিএমসিপি ‘লিডার’-এর কথাই উল্লেখ করেছেন, তিনি হলেন লগ্নজিতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে কেবল লগ্নজিতার নাম শুনে অনেকেই মনে করছেন, ছাত্র সংগঠনের ব্যাটন এরপর তাঁর হাতেই হয়ত তুলে দেওয়া হবে।
photos
TRENDING NOW
3/7
তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদ থেকে উত্তর ২৪ পরগনার হাবরার মেয়ে জয়া দত্তের অপসারণের পর থেকেই লগ্নজিতার নাম নিয়ে জল্পনা শুরু হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রী শিক্ষামন্ত্রীর গুড বুকে রয়েছেন বলেও শোনা যায়।
4/7
আজ (মঙ্গলবার) তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে তাঁর নাম শোনা যাওয়াতে সেই জল্পনাই আরও জোড়াল হচ্ছে।
5/7
লগ্নজিতা চক্রবর্তী বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা করছেন।
6/7
লগ্নজিতা চক্রবর্তীর উথ্থান কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাস থেকে। সংস্কৃতের এই পড়ুয়াই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাংসদের জেনারেল সেক্রেটারিও নির্বাচিত হয়েছেন।
7/7
এবার তাঁকেই ছাত্র পরিষদের শীর্ষে দেখা যেতে পারে বল মত তৃণমূলেরই একাংশের।