কেন কমলা জার্সি পরে খেলবেন কোহলি, ধোনিরা! জানা গেল আসল কারণ

Jun 29, 2019, 12:41 PM IST
1/5

কেন কমলা জার্সি?

কেন কমলা জার্সি?

মেন ইন ব্লু এবার মেন ইন অরেঞ্জ। বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে কমলা রঙের জার্সি পরে খেলেবেন কোহলি, ধোনিরা। ইংল্যান্ডের বিরুদ্ধে এই কমলা জার্সিটাই ভারতের অ্যাওয়ে জার্সি। কিন্তু কেন অ্যাওয়ে জার্সির রঙ কমলা হল?

2/5

কেন কমলা জার্সি?

কেন কমলা জার্সি?

ভারতীয় দলের এই জার্সির রঙ বদলের পিছনে অনেকেই রাজনীতি দেখছেন। কিন্তু আসলে কারণটা অন্য। যেমন- দক্ষিণ আফ্রিকা সাধারণত সবুজ জার্সি পরে খেলে। আর সেই সবুজ জার্সির কিছুটা অংশজুড়ে থাকত হলুদ রঙ। এবার দক্ষিণ আফ্রিকার অ্যাওয়ে জার্সির রঙ হলুদ। তাতে কিছুটা রয়েছে সবুজ রঙ। একইভাবে ভারতের জার্সিতে নীল রঙের সঙ্গে কিছুটা কমলা রঙ থাকত। এবার অ্যাওয়ে জার্সি হবে কমলা। আর তাতে কিছুটা থাকবে নীল।

3/5

কেন কমলা জার্সি?

কেন কমলা জার্সি?

কিন্তু এত রঙ থাকতে হঠাত্ কমলা কেন! আইসিসির তরফে জানানো হয়েছে, বিসিসিআই চাইলে অন্য কোনো রঙের অ্যাওয়ে জার্সি তৈরি করতে পারত। কিন্তু ভারতীয় বোর্ড কমলা রঙের জার্সি বেছে নিয়েছে। 

4/5

কেন কমলা জার্সি?

কেন কমলা জার্সি?

আসলে ভারতীয় দলের টি-২০ জার্সিতে কমলা রঙ রয়েছে। ভারতীয় বোর্ড টিম ইন্ডিয়া-র জার্সি নতুন কোনও রঙের বানাতে চায়নি। তাতে দর্শকরা অকেবারে নতুন রঙের সঙ্গে পরিচিত হত। টি-২০ জার্সিতে কমলা রঙের কথা মাথায় রেখেই এই জার্সি প্রস্তুত করা হয়েছে। 

5/5

কেন কমলা জার্সি?

কেন কমলা জার্সি?

৩০  জুন ইংল্যান্ডের বিরুদ্ধে কমলা রঙের অ্যাওয়ে জার্সি পরে মাঠে নামবে ভারতীয় দল।