বাংলাদেশের বিরুদ্ধে উইকেট কিপিং করেছিলেন কোহলি! বুঝেছিলেন কতটা কঠিন কাজ

Jul 29, 2020, 16:50 PM IST
1/5

 বিরাট কোহলি ব্যাট হাতে বাইশ গজে দাপট দেখানোর পাশাপাশি দলের প্রয়োজনে বোলিংও করেছেন। পাঁচ বছর আগে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে কিপিং করেছিলেন কোহলি। মজার সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন ভারত অধিনায়ক।

2/5

২০১৫ সালে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের ইনিংসের ৪৩ ওভারের শেষে বাইরে যান ভারত অধিনায়ক তথা উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনি। তখন কিপিং করেন কোহলি।

3/5

আগের ওভারেই বোলিং করেছিলেন কোহলি, ধোনি বাইরে যাওয়ায় কিপিং প্যাড না পরে শুধু কিপিং গ্লাভস হাতে উইকেটের পিছনে দাঁড়িয়ে পড়েন তিনি।

4/5

মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে ক্রিকেট আড্ডায় কোহলির কাছে সেদিনের ঘটনা জানতে চাওয়া হয়। কোহলি হাসতে হাসতে উত্তর দেন, "ঘটনা কী ছিল সেটা তো মাহি ভাইকে জিজ্ঞেস করতে হবে। মাহি ভাই শুধু আমাকে বলেছিল দু-তিন ওভার কিপিং করতে। এটাই ঘটনা। কিপিং করছিলাম আবার ফিল্ডিংও সাজাচ্ছিলাম। তখন বুঝেছি কতটা কঠিন কাজ। কিপিংয়ে প্রতিটা বলে মন দিতে হয়, আবার ফিল্ডিংও সাজাতে হয়। "

5/5

সেই সঙ্গে আরও মজার ঘটনা বলেন বিরাট কোহলি, " মনে আছে , সেইসময় উমেশ বোলিং করছিল। ওর বলে কিপিং করা কঠিন ছিল। পুরনো বল, ফ্লাডলাইটে খেলা হচ্ছে। মনে হচ্ছিল বল এসে আমার নাকে লাগবে। ভাবলাম একটা হেলমেট চেয়ে নিই। তারপর ভাবলাম যে লোকজন হাসবে। বলবে পেসারের বল দেখেই হেলমেট চেয়ে নিল। তাই করিনি।"