1/5
2/5
photos
TRENDING NOW
3/5
এদিন অশোক কুমার বলেছেন, ''আমার বাবাকে ভারতরত্ন প্রদানের দাবি আমাদের পরিবারের নয়। বরং দেশের মানুষ ধ্যানচাঁদকে ভারতরত্ন প্রদানের দাবি তুলেছেন বহুদিন ধরে। ভারতীয় হকির কিংবদন্তিকে ভারতরত্ন প্রদানের জন্য ইউপিএ সরকার সুপারিশ করেছিল। কিন্তু তার পরও যে কেন তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়নি, তার কারণ আমাদের অজানা।''
4/5
ধ্যানচাঁদের ছেলে আরও বলেন, ''ইউপিএ-২ সরকারের ক্রীড়া মন্ত্রক বাবার নাম ভারতরত্ন পুরস্কারের জন্য মনোনিত করেছিল। কিন্তু সেবার সচিন তেন্ডুলকরকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়। সচিন কিংবদন্তি। ভারতীয় ক্রীড়াজগতের উজ্জবল নক্ষত্র। তবে এটুকু নিশ্চিতভাবে বলতে পারি, ধ্যানচাঁদের মতো তারকা এর আগে ভারতবর্ষে জন্মায়নি। ভারতরত্নের যোগ্য দাবিদার ছিলেন তিনি।''
5/5
photos