টয়লেটে ছোট ও বড় ফ্লাশের ব্যবহার জেনে পরিবেশ বাঁচান

Sep 02, 2018, 19:07 PM IST
1/8

ডুয়েল ফ্লাশ

toilets_1

আধুনিক শৌচালয়ে দুধরনের টয়লেট ফ্লাশ থাকে। তাদের বলা হয় 'ডুয়েল ফ্লাশ'। কিন্তু কেন দুটি 'ফ্লাশ' থাকে। 

2/8

ডুয়েল ফ্লাশ

toilets_2

টয়লেটে একটি ফ্লাশ আকারে ছোট। আর একটি আকারে বড়। 

3/8

ডুয়েল ফ্লাশ

toilets_3

মলত্যাগের পর বড় ফ্লাশটি ব্যবহার করা হয়। আর ছোটটি রাখা হয় প্রস্রাবের জন্য।   

4/8

ডুয়েল ফ্লাশ

toilets_4

কেন এই ব্যবস্থা? বড় ফ্লাশ থেকে ৬-৯ লিটার জল বেরোয়। অন্যদিকে ছোট ফ্লাশ ৩-৪.৫ লিটার জল বেরিয়ে যায়। 

5/8

ডুয়েল ফ্লাশ

toilets_5

এতে লাভ কী? বিশেষজ্ঞরা বলছেন, প্রতিটি ঘরে এই নিয়ম মানা হলে ২০,০০০  লিটার জল এক বছরে বাঁচতে পারে।

6/8

ডুয়েল ফ্লাশ

toilets_6

তবে এই ব্যবস্থার জন্য প্রাথমিক খরচ বেশি হবে।

7/8

ডুয়েল ফ্লাশ

toilets_7

মার্কিন শিল্পপতি ভিক্টর পাপানেকের মস্তিষ্কপ্রসবত। ১৯৭৬ সালে তিনি ডিজাইনটি প্রকাশ করেন। ১৯৮০ সালে অস্ট্রেলিয়ায় তার রূপায়ন ঘটে। 

8/8

ডুয়েল ফ্লাশ

toilets_8

অনেকেই হয়তো দুটি ফ্লাশের আসল কাজ জানেন না! তবে এবার থেকে স্মার্ট হোন। আপনার একটি ছোট্ট পদক্ষেপ লাভবান হবে পরিবেশ।