‘মোদী সরকার যদি খুব খারাপ হয় তাহলে সপা-বসপার জোট করার প্রয়োজন কী?’

Jan 14, 2019, 12:32 PM IST
1/5

S 5

S 5

লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে উত্তরপ্রদেশে জোট করে লড়াইয়ে নামছে সপা ও বসপা। দুই দলই ৩৮টি করে আসনে লড়াইয়ে নামছে। এনিয়ে প্রধানমন্ত্রী মোদী ও এনডিএ সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন অখিলেশ ও মায়াবতী। প্রশ্ন তুলেছেন জোটের প্রাসঙ্গিতা নিয়েও।

2/5

S 4

S 4

সপা-বসপা জোটকে কটাক্ষ করেছেন মোদীও। রবিবার সপা-র পারিবারিক ও বসপা-র সুবিধেবাদের রাজনীতিকে নিশানা করেন তিনি।

3/5

S 3

S 3

প্রধানমন্ত্রী বলেন, ওরা নিজেদর সাম্রাজ্য গড়তে চায় আর আমরা চাই মানুষের সাম্রাজ্য। বিজেপির বিরুদ্ধে এই জোট ক্ষণিকের।

4/5

S 2

S 2

সপা-বসপা-র মোদী সমালোচনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মোদী যদি খুবই খারাপ হয়, কাজ না করে তা হলে জোট করার প্রয়োজন কী! বিরোধীদের কি নিজেদের ওপরে আস্থা নেই! মানুষ জানে এই সরকার কাজ করে।

5/5

s 1

s 1

তামিলনাড়ুর ৫ লোকসভা কেন্দ্রের বুথ স্তরের বিজেপি কর্মীদের সঙ্গে কথা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সামাজে কৃষক, যুবা ও মহিলাদের সঙ্গে বিজেপির দৃড় বন্ধন রয়েছে। তাই জোট কিছু করতে পারবে না।