Kolkata: মহাপ্লাবন! প্রায় ২০ ফুট উঁচু ভয়ংকর ঢেউয়ের নীচে কি এবার তলাবে তিলোত্তমা?

High Tide in Kolkata Ganga: আমাদের অনেকেই, যাঁদের বাড়ি উত্তর কলকাতায়--আহিরীটোলা-শোভাবাজার অঞ্চলে-- তাঁদের অনেকের স্মৃতিতেই নিশ্চয়ই 'বান আসছে, বান আসছে' শব্দবন্ধদুটি লুকিয়ে আছে।

| Aug 01, 2024, 17:40 PM IST

কমলাক্ষ ভট্টাচার্য: আমাদের অনেকেই, যাঁদের বাড়ি উত্তর কলকাতায়-- আহিরীটোলা-শোভাবাজার-কুমারটুলি-বাগবাজারে-- তাঁদের অনেকের স্মৃতিতেই নিশ্চয়ই 'বান আসছে, বান আসছে' শব্দবন্ধদুটি আত্মগোপন করে আছে। অনেকেই সে সময়ে আগেভাগে খোঁজ নিয়ে ঘাটে গিয়ে দাঁড়িয়ে পড়তেন। কখনও বড়দের হাত ধরে, কখনও একা। অনেক সময় ছোটখাটো বিপদও ঘটে যেত। তবে ইদানীং প্রশাসন এগুলি নিয়ে খুবই সতর্ক থাকে। এরকম কিছু ঘটবার আশঙ্কা থাকলেই তারা যথাবিহিত সাবধানতা অবলম্বন করে।  

1/6

'টাইড ফোরকাস্ট'

হঠাৎ কেন এই প্রসঙ্গ? আসলে, শহরের 'টাইড ফোরকাস্ট' হাতে আসতেই অনেকের চক্ষু চড়কগাছ।

2/6

চেনা নদী অশান্ত

কী আছে এই 'টাইড ফোরকাস্টে'? তাতে দেখা যাচ্ছে, কলকাতার চেনা শান্ত এই গঙ্গাই আগামী কয়েকদিন ধরে ধরবে ভয়ংকর রূপ!

3/6

হাই-লো টাইড

আজ, ১ অগস্ট ভোর ছটা নাগাদ যে লো টাইড ছিল, তার উচ্চতা ছিল প্রায় ৪ মিটার, ১০.৪১ ফুট। সকাল ১১টা ১৯ মিনিটে ঢেউ উঠেছিল ৫ মিটারেরও বেশি! 

4/6

১৫.৪২ ফুট

আজ রাত ১১টা ৩৫ মিনিট নাগাদ আছে ফের ঢেউয়ের আতঙ্ক-- ঢেউ উঠবে ১৫.৪২ ফুট!

5/6

প্রায় ১৮ ফুট দীর্ঘ

আগামী কয়েকদিন ধরেই এরকম ঢেউয়ের খেলা থাকবে কলকাতার গঙ্গায়। যেমন, ২ অগস্ট ঢেউ উঠবে প্রায় ১৮ ফুট দীর্ঘ!

6/6

ঢেউয়ের পরে ঢেউ

৩ অগস্টেও ছবিটা একই। বেলা ১২টা ৪০ মিনিট নাগাদ ঢেউ উঠবে ১৭.৫৮ ফুট! প্রায় সাড়ে পাঁচ মিটার! ৪ অগস্ট বেলা ১টা ১৬ মিনিটে ১৮.০৫ ফুট!, ৫ অগস্ট বেলা ১টা ৫২ মিনিটে ১৮.৪১ ফুট! সব চেয়ে উঁচু ঢেউ উঠবে আগামী ৭ অগস্ট দুপুর ৩টে নাগাদ-- ১৮.৬৭ ফুট!