Kolkata: মহাপ্লাবন! প্রায় ২০ ফুট উঁচু ভয়ংকর ঢেউয়ের নীচে কি এবার তলাবে তিলোত্তমা?
High Tide in Kolkata Ganga: আমাদের অনেকেই, যাঁদের বাড়ি উত্তর কলকাতায়--আহিরীটোলা-শোভাবাজার অঞ্চলে-- তাঁদের অনেকের স্মৃতিতেই নিশ্চয়ই 'বান আসছে, বান আসছে' শব্দবন্ধদুটি লুকিয়ে আছে।
কমলাক্ষ ভট্টাচার্য: আমাদের অনেকেই, যাঁদের বাড়ি উত্তর কলকাতায়-- আহিরীটোলা-শোভাবাজার-কুমারটুলি-বাগবাজারে-- তাঁদের অনেকের স্মৃতিতেই নিশ্চয়ই 'বান আসছে, বান আসছে' শব্দবন্ধদুটি আত্মগোপন করে আছে। অনেকেই সে সময়ে আগেভাগে খোঁজ নিয়ে ঘাটে গিয়ে দাঁড়িয়ে পড়তেন। কখনও বড়দের হাত ধরে, কখনও একা। অনেক সময় ছোটখাটো বিপদও ঘটে যেত। তবে ইদানীং প্রশাসন এগুলি নিয়ে খুবই সতর্ক থাকে। এরকম কিছু ঘটবার আশঙ্কা থাকলেই তারা যথাবিহিত সাবধানতা অবলম্বন করে।
1/6
'টাইড ফোরকাস্ট'
2/6
চেনা নদী অশান্ত
photos
TRENDING NOW
3/6
হাই-লো টাইড
5/6
প্রায় ১৮ ফুট দীর্ঘ
6/6
ঢেউয়ের পরে ঢেউ
photos