অক্টোবরেই কি শেষ হবে মাঝেরহাট ব্রিজের কাজ? চলছে শেষ পর্যায়ের কাজ

Sep 18, 2020, 19:26 PM IST
1/6

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: আজ থেকে শুরু হল মাঝেরহাট ব্রিজ এর শেষ পর্যায়ের কাজ। কেবল দিয়ে ব্রিজকে বাঁধার কাজ চলছে। ইতিমধ্যেই ব্রিজের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের ঢালাই এর কাজ শেষ।   

2/6

কেবল দিয়ে বাঁধার পরেই ঢালাই-এর ওপরে পিচ দেওয়া হবে। দ্রুত কাজ শেষ করতেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।  

3/6

নতুন ব্রিজটি চার লেনের, অর্থাৎ চারটে গাড়ি পাশাপাশি যেতে পারবে। ফলে প্রায় ১৬ মিটার চওড়া হচ্ছে এই ব্রিজ।   

4/6

লম্বায় প্রায় সাড়ে ছশো মিটার। গোটা ব্রিজ ঢালাই হয়ে গেছে ইতিমধ্যেই। এ ক্ষেত্রে ব্রিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল মাঝের ১০০ মিটার। যা থাকবে ঝুলন্ত অবস্থায় রেললাইনের ওপর দিয়ে।  

5/6

আর এই অংশকেই ভার বহনের উপযোগী করতে বাঁধা হচ্ছে কেবল দিয়ে। ঠিক যেমন বাঁধা আছে বিদ্যাসাগর সেতু। ৮৪টি কেবল বাঁধছে ঝুলন্ত অংশ।   

6/6

ভূমিকম্প জোন ৪-এর নিয়ম মেনে তৈরি হচ্ছে এই ব্রিজ। কাজ চলছে জোর কদমে। চেষ্টা চলছে অক্টোবরের শেষের মধ্যেই কাজ শেষ করার।