West Bengal Weather Update: বৃষ্টি হবে? কড়া শীত পড়বে? জেনে নিন ক্রিসমাসের আবহাওয়া...

West Bengal Weather Update: ক্রিসমাসে মানুষ বড়দিনের আনন্দে মেতে থাকেন। ঘুরতে বেরিয়ে পড়েন। তবে আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রচুর কৌতূহল থাকে।

| Dec 25, 2023, 15:20 PM IST

সন্দীপ প্রামাণিক: ক্রিসমাসে মানুষ বড়দিনের আনন্দে মেতে থাকেন। ঘুরতে বেরিয়ে পড়েন। উপভোগ করেন কড়া শীত, কেকের স্বাদ, কমলালেবুর গন্ধ। সঙ্গে থাকে ঝলমলে রোদের উষ্ণতা। ক্রিসমাসের সময়ে তাই আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রবল জিজ্ঞাসা থাকে। আজ, ২৫ ডিসেম্বর বিকেলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে আবহবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন কেমন থাকবে আজকের ও আগামীদিনের আবহাওয়া।

1/7

বৃষ্টি নেই

এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জন্য তেমন কোন ওয়েদার সিস্টেম নেই। বৃষ্টিপাতেরও তেমন কোনও সম্ভাবনা নেই। 

2/7

বাতাসে বাধা

তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায়, পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস ঢুকতে পারছে না, বাধা পাচ্ছে। 

3/7

৩ ডিগ্রি

এর ফলে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি চলছে। 

4/7

একইরকম

আগামী এক সপ্তাহ এমন আবহাওয়াই থাকবে। হবে না বৃষ্টিও। 

5/7

শুষ্ক ও পরিষ্কার

শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই। 

6/7

১৬/২৬

রাতের তাপমাত্রা সর্বনিম্ন ১৬ ডিগ্রির কাছাকাছি থাকবে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা। 

7/7

অ-স্বাভাবিক

দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ থেকে ৪ ডিগ্রি কম থাকার সম্ভাবনা রয়েছে।