1/5
বহুমুখী
![বহুমুখী myriad minded](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/17/339746-wc1.jpg)
2/5
প্রতিভাবান
![প্রতিভাবান genius](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/17/339745-wc2.jpg)
উইলিয়াম কেরি ১৭৬১ সালের ১৭ অগস্ট ইংল্যান্ডের নর্দানটনশায়ারের এক গ্রামে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। এলিজাবেথ ও এডমন্ড কেরির পাঁচ সন্তানের মধ্যে উইলিয়াম কেরি ছিলেন জ্যেষ্ঠ। বাল্যকাল থেকেই কেরি ছিলেন জ্ঞানপিপাসু। তখন থেকেই প্রাকৃতিক বিজ্ঞান, বিশেষত উদ্ভিদবিদ্যায় কেরির গভীর আগ্রহ দেখা যায়। ভাষাশিক্ষার ব্যাপারেও তিনি বিশেষ উৎসাহী ছিলেন।
photos
TRENDING NOW
3/5
ভারতযাত্রী
![ভারতযাত্রী voyage to india](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/17/339744-wc3.jpg)
4/5
কর্মবীর
![কর্মবীর great worker](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/17/339743-wc4.jpg)
বিচিত্র কর্মময় জীবন কেরির। ১৭৯৮ সালে উইলিয়াম কেরি শ্রীরামপুর ছাত্রাবাস স্থাপন করেন। এর পর গড়ে ওঠে শ্রীরামপুরে এক ব্যাপ্টিস্ট মিশন। ধর্মপ্রচার ও শিক্ষা প্রসারের সুবিধার্থে এখানে একটি ছাপাখানাও স্থাপন করা হয়। এই প্রেস থেকেই উইলিয়ম কেরির সম্পূর্ণ বাংলা ভাষায় বাইবেলের নতুন নিয়ম প্রকাশ করেন। ১৮০৩ সালে তিনি নিজের মতো করে একটি মিশনারিও স্থাপন করেন। ১৮০৫ সালে তাঁর মারাঠি ব্যাকরণ (Marathi grammar) প্রকাশিত হয়। ১৮০৯ সালে তিনি বাংলায় সম্পূর্ণ বাইবেলের অনুবাদ সম্পন্ন করেন। এ বছরই তা ছাপা হয়। আর ১৮১৮ সালে শ্রীরামপুর কলেজের প্রতিষ্ঠা।
5/5
সমাপ্তি
![সমাপ্তি END](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/17/339742-src.jpg)
photos