Post Office Schemes: প্রবীণ গ্রাহকদের জন্য সুখবর! আরও সহজ পোস্ট অফিসের টাকা তোলা
পোস্ট অফিসের নতুন নিয়ম জেনে নিন
প্রবীণ নাগরিকদের জন্য সুখবর। এবার থেকে পোস্ট অফিসে টাকা তুলতে আর সশরীরে যেতে হবে না। যেকোনও স্কিমের ম্যাচিওরিটি শেষে বা পেনশনের টাকা তুলতে হলে এবার থেকে আপনার হয়ে নির্দিষ্ট কোনও পরিচিত ব্যক্তিকে পাঠালেই হবে।
1/7
প্রবীণ নাগরিকদের জন্য সুখবর
নিজস্ব প্রতিবেদন: প্রবীণ নাগরিকদের জন্য সুখবর (Senior Citizens)। এবার থেকে পোস্ট অফিসে (Post Office) টাকা তুলতে আর সশরীরে যেতে হবে না। যেকোনও স্কিমের ম্যাচিওরিটি শেষে বা পেনশনের টাকা তুলতে হলে এবার থেকে আপনার হয়ে নির্দিষ্ট কোনও পরিচিত ব্যক্তিকে পাঠালেই হবে। যদিও এতদিন টাকা তুলতে আমানতকারীকেই স্বয়ং পোস্ট অফিস ব্রাঞ্চে হাজির হতে হত।
2/7
নযা নিয়ম আনল পোস্ট অফিস
photos
TRENDING NOW
3/7
মানতে হবে নিয়ম
4/7
ব্যক্তি মনোনযনে কী করতে হবে?
5/7
জেনে নিন নিয়ম
6/7
গ্রাহককে যেতে হবে পোস্ট অফিসে?
7/7
কাকে মনোনীত করতে পারবেন?
photos