বিশ্বজোড়া প্রাণীদের জন্য আলাদা করে ভাববার একটি দিন...

World Animal Welfare Day 2023: প্রাণীদের জন্য আমরা সাধারণত ভাবি না। প্রাণীরা আমাদের খাদ্য জোগায়। প্রাণীরা আমাদের সঙ্গ দেয়।

| Oct 04, 2023, 17:11 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রাণীদের জন্য আমরা সাধারণত ভাবি না। প্রাণীরা আমাদের খাদ্য জোগায়। প্রাণীরা আমাদের সঙ্গ দেয়। এটুকু ছাড়া আমরা প্রাণীদের প্রতি তেমন মনোযোগ দিই না। বরং আমরা কুকুর-বিড়াল দেখলে তাড়াই, পাখি দেখলে উড়িয়ে দিই। খেতে দিই না। অবশ্য সকলেই তেমন নয়। অনেকেই প্রাণীদের প্রতি সহানুভূতিসম্পন্ন।  

1/7

বিশ্ব প্রাণী দিবস

আজ, ৪ অক্টোবর বিশ্ব প্রাণী দিবস-- World Animal Day।  

2/7

১৯২৫ সালে সর্বপ্রথম

১৯২৫ সালের ২৪ মার্চ হেনরিখ জিমারম্যান বার্লিন স্পোর্টস প্যালেসে সর্বপ্রথম এই বিশ্ব প্রাণী দিবসের উদযাপন করেন।

3/7

১৯২৯ সাল থেকে প্রতিবছর

১৯২৯ সাল থেকে প্রতিবছর ৪ অক্টোবর দিনটি বিশ্ব প্রাণী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। 

4/7

১৯৩১ সালে

তবে ১৯৩১ সালে ইতালির ফ্লোরেন্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রাণীসুরক্ষা কংগ্রেসে এই ৪ অক্টোবর দিনটিকে 'বিশ্ব প্রাণী দিবস' হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

5/7

প্রাণীর অধিকার রক্ষা

দিনটি উদযাপনের মূল উদ্দেশ্য হল, সারা বিশ্বের সমস্ত প্রাণীর অধিকার রক্ষা। 

6/7

বন্ধুত্বপূর্ণ পরিবেশ

পাশাপাশি সমস্ত ধরনের প্রাণীর জন্য বন্ধুত্বপূর্ণ পরিবেশ গড়ে তোলা।   

7/7

কেন মানুষ প্রাণীদের জন্য ভাববে?

কিন্তু কেন মানুষ প্রাণীদের জন্য এরকম ভাববে? তার কারণ, প্রাণীরা মানবজীবনে নানা ভাবে অবদান রাখে। তারা আমাদের প্রত্যক্ষ ও পরোক্ষ খাদ্যের উৎস, তারা নিঃসঙ্গ মানুষকে সঙ্গ দেয়। প্রাণীরা জীববৈচিত্র ও ইকোসিস্টেম রক্ষাতেও প্রভূত অবদান রাখে।