World Idli Day! ইডলির জন্যও একটি বিশেষ দিন আছে, জানতেন?

| Mar 30, 2021, 19:42 PM IST
1/7

ভেবে কূলকিনারা পাওয়া যায় না এই  বিশেষ 'day'র ব্যাপার-স্যাপার নিয়ে। সামান্য ইডলির জন্যও যে একটি ওয়ার্ল্ড ডে হয়, তাই-বা ক'জন খবর রাখতেন? এই ৩০ মার্চই সেই দিন।    

2/7

২০১৫ সালে দিনটি প্রথম স্বীকৃতি পায় ও পালিত হয়।  চেন্নাইয়ের (Chennai) একটি বিখ্যাত ইডলি কেটারার সংস্থার মস্তিষ্কপ্রসূত ছিল পরিকল্পনাটি।

3/7

যাঁরা ভাবছেন, আপাদমস্তক ভারতীয় একটি খাবার নিয়ে বিশ্বদিবস উদযাপন কীসের, তাঁরা জেনে রাখুন, ফারমেন্টেড ফুড হিসাবে ইন্দোনেশিয়ায় ইডলির চল বিশ্বে প্রথম। 

4/7

ইন্দোনেশিয়া থেকেই ৮০০-১২০০ খ্রিস্টাব্দের মধ্যবর্তী কোনও সময়ে ইডলি ভারতে এসে পৌঁছয়। এবং ক্রমে ভারতীয় খাদ্যসংস্কৃতির অঙ্গ হয়ে দাঁড়ায়। 

5/7

ইডলি নানা ধরনের হয়। তবে সাধারণ ইডলি তৈরির একটি নির্দিষ্ট প্রণালী আছে। একটু ছোট আকারের মোটা সেদ্ধ চালে ইডলি ভাল হয়। বিউলির ডাল ইডলির জন্য সব চেয়ে ভাল। ২ ভাগ চালের সঙ্গে ১ ভাগ ডালেই ইডলি ভাল তৈরি হয়। উপাদেয় ইডলি বানাতে গেলে চাল ও ডাল আলাদা আলাদা ভেজানো জরুরি। কারণ চাল ও ডাল ভেজানোর জলের পরিমাণ আলাদা হয়। 

6/7

ইডলি নরম করতে এতে মেশাতে হয় আগে থেকে ভিজিয়ে রাখা মেথি বা মৌরি দানা।

7/7

সাধারণ ইডলি ছাড়াও যেসব ইডলি খুব স্পেশাল সেরকম কয়েকটি হল-- স্টাফ্ড ইডলি, ওটস ইডলি, মুগডাল ইডলি ইত্যাদি। Stuffed Idli-তে মুগডাল, লঙ্কা, আলু সেদ্ধের পুর দেওয়া থাকে। Rava Idli খুব কড়া করে ভাজা হয়, এই ইডলি পুদিনাপাতার চাটনি ও নারকোলের সঙ্গে পরিবেশন করা হয়। Oats Idliবেশ আধুনিক এবং স্বাস্থ্যসম্মত ইডলি। Moong Dal Idliহল মুগডাল এবং চালের মিশ্রণে পিঁয়াজ ও কাঁচালঙ্কা ছড়ানো এক ধরনের দারুণ সুস্বাদু ইডলি। এই ইডলি নারকোলের চাটনি ও সম্বর-সহ পরিবেশন করা হয়। Kanchipuram Idli নামের চালের আর এক ধরনের ইডলি আছে যা ঘি ও নারকেলের চাটনি দিয়ে খাওয়ার রীতি।