World Water Week: ক্রমশ ভয়াল হওয়া জলসঙ্কট কিন্তু মোটেই আর জলের মতো সহজ কোনও ব্যাপার নয়!
|
Aug 25, 2021, 22:20 PM IST
1/6
প্রাকৃতিক দৃশ্য
জলই জীবন। খুবই পুরনো এবং বস্তাপচা লব্জ। অথচ, এই অতি সহজ কথাটির গুরুত্ব দিই না আমরা। মানুষ এখন এমন জীবন যাপন করছে যে, তার ফলে পরোক্ষে প্রাকৃতিক জলভাণ্ডার প্রতিদিনই একটু একটু নষ্ট হচ্ছে, দূষিত হচ্ছে প্রাকৃতিক জলসম্পদ।
2/6
জলই জীবন
হঠাৎ জল নিয়ে এই সাতকাহন, কারণ, এখন জলসপ্তাহ চলছে। ২৩-২৭ অগাস্ট বিশ্ব জুড়ে পালিত হয় জলসপ্তাহ। এবারে অবশ্য করোনা-পর্বে বিষয়টি ডিজিটালি উদযাপন করা হবে।
photos
TRENDING NOW
3/6
বন্যা
আসলে এই সময়-পর্বে প্রকৃতি খুবই বিপন্ন। দিকে দিকে দূষণ, উষ্ণায়নজনিত বিপর্যয়। কোথাও বন্যা, কোথাও খরা, কোথাও ধস, কোথাও আগুন, কোথাও সুনামি, কোথাও হিমবাহের গলন-- নানা সঙ্কট। এই সন্ধিক্ষণে তাই প্রাকৃতিক সম্পদের প্রতি বিশেষ নজর দেওয়া জরুরি। এই প্রেক্ষিতে তাই এ বারের জলসপ্তাহের বাড়তি তাৎপর্য।
4/6
খরা
মাটির নীচের জলস্তর ক্রমশ কমছে। বিজ্ঞানীরা বলছেন, ভয়াবহ দিন অপেক্ষা করছে আমাদের জন্য, আমাদের আগামি প্রজন্মের জন্য। এমন একটা সময় আসছে, যখন তীব্র জলসঙ্কট দেখা দেবে বিশ্বে।
5/6
তৃষ্ণার শান্তি
এখন প্রয়োজন জলের সুষ্ঠু ব্যবহার। পৃথিবীর বহু জায়গায় জলের অভাব। ফলে সারা বিশ্বের মানুষ যদি বুঝেশুনে জল ব্যবহার করেন, তবে যেসব অঞ্চলে একটু জলের জন্য হা-পিত্যেশ করে বসে থাকেন মানুষ, সেখানেও জলের অধিকার সুনিশ্চিত হয়।
6/6
সুপ্রচুর জলসম্পদ
তিরিশ বছর হল দিনটি বিশ্বে উদযাপিত হয়ে আসছে। এই দিনটিতে আসলে বিশ্ব জুড়ে জলাভাব, জলবায়ুসঙ্কট, দারিদ্র্যের সঙ্গে লড়াইয়ের সঙ্কল্প গ্রহণের দিন। জীববৈচিত্র রক্ষার প্রতিজ্ঞা গ্রহণের দিনও।