ভাল কাজ করে আয়ু বৃদ্ধি! বিশ্বের সবচেয়ে বয়স্ক হিসেবে গিনেস বুকে নাম উঠল বৃদ্ধের
Jul 02, 2021, 14:12 PM IST
1/5
ভাল কাজ করলে আয়ু বৃদ্ধি হয়, এমন ঘটনা শুনেছেন কখনও? গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে সবচেয়ে বয়স্কের তালিকায় যার নাম উঠল তিনি এভাবেই তাঁর আয়ু বৃদ্ধি করেছে বলে জানা গিয়েছে।
2/5
১১২ বছর ৩২৬ দিন বয়স পুয়ের্তো রিকোর এমিলিও ফ্লোরেস মারকুয়েজের। বিশ্বের প্রবীণতম মানুষের শিরোপা তাঁকেই দিল গিনেস বুক।
photos
TRENDING NOW
3/5
স্যান জুয়ানের পূর্বাঞ্চলের ক্যারোলিনায় ১৯০৮ সালে জন্মগ্রহণ করেন এমিলিও ফ্লোরেস। তাঁর ভাইবোনেদের মধ্যে তিনিই সবচেয়ে বড়ো।
4/5
২০১০ সালে এমিলিও বিপত্নীক হন। ৭৫ বছরের বিবাহিত জীবনে এই বিচ্ছেদে কিছুটা ভেঙে পরেছিলেন সেঞ্চুরিয়ান। বর্তমানে সন্তান ও নাতি নাতনীদের সঙ্গেই থাকেন তিনি।
5/5
যদিও এমিলিওর কথায়, সবসময়ে ভালো কিছু করতে বলতেন বাবা। সবাইকে ভালোবাসতে শিখিয়েছেন। ভাল কাজ করেছেন বলেই সুস্থ শরীরে এত বছর থাকতে পেরেছেন এমনটাই মত বিশ্বের প্রবীণতম ব্যক্তির।