নিউমোনিয়া কাড়ল প্রাণ, চলে গেলেন বিশ্বের সব থেকে ছোট মানুষ

Jan 18, 2020, 14:20 PM IST
1/5

চলে গেলেন খগেন্দ্র

চলে গেলেন খগেন্দ্র

৬৭ দশমিক ৮ সেন্টিমিটার ছিল তাঁর উচ্চতা। অর্থাত্, ২ ফুট ২ ইঞ্চি। ২০১০ সালে ১৮তম জন্মদিনের পর বিশ্বের সব থেকে ক্ষুদ্র মানুষ হিসাবে গিনেস বুকে নাম লিখিয়েছিলেন তিনি। সেই খগেন্দ্র থাপা মাগার চলে গেলেন। 

2/5

চলে গেলেন খগেন্দ্র

চলে গেলেন খগেন্দ্র

পোখরায় মৃত্যু হয়েছে খগেন্দ্রর। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে খগেন্দ্রর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তাঁর পরিবার। পোখরায় মা বাবা ও ভাইয়ের সঙ্গে থাকতেন খগেন্দ্র। 

3/5

চলে গেলেন খগেন্দ্র

চলে গেলেন খগেন্দ্র

খগেন্দ্র ভাই মহেশ জানিয়েছে, নিউমোনিয়ার আক্রান্ত হওয়ার পর খগেন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়। তার পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে ছেড়েও দেওয়া হয়েছিল। কিন্তু নিউমোনিয়ার জন্য তাঁর হৃদযন্ত্রে সমস্যা দেখা দিয়েছিল। 

4/5

চলে গেলেন খগেন্দ্র

চলে গেলেন খগেন্দ্র

বিশ্বের সব থেকে ছোট মানুষ হিসাবে গিনেস বুকে নাম উঠেছিল তাঁর। আর সে জন্য তাঁকে যে সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেটার উচ্চতাও তাঁর থেকে বেশি ছিল। 

5/5

চলে গেলেন খগেন্দ্র

চলে গেলেন খগেন্দ্র

নেপালের পর্যটন ক্যাম্পেইনের অন্যতম পরিচিত মুখ ছিলেন খগেন্দ্র। ইউরোপের বিভিন্ন দেশের টিভি চ্যানেলে বহু অনুষ্ঠানে অতিথি হয়ে গিয়েছিলেন তিনি।