আবার অস্ত্রোপচার 'সুপারম্যান' ঋদ্ধিমান সাহার!

| Nov 27, 2019, 14:13 PM IST
1/5

আবারও অস্ত্রোপচার করতে হল টিম ইন্ডিয়ার উইকেটকিপার ঋদ্ধিমান সাহার।

2/5

ইডেনে পিঙ্ক টেস্টে ডান হাতের অনামিকায় (রিং ফিঙ্গার) চোট পান ঋদ্ধি। এবং ওই আঙুলে চিড় ধরা পড়ায় চিকিত্সকদের সঙ্গে কথা বলে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয় ঋদ্ধিকে। তবে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ইন্দৌরে ওই আঙুলেই চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ঋদ্ধি।

3/5

মঙ্গলবার মুম্বইতে সফল অস্ত্রোপচার হয়েছে পাপালির।  

4/5

শীঘ্রই বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব শুরু করবেন তিনি।

5/5

২০১৮ সালের জুলাইতে লন্ডনে কাঁধের অস্ত্রোপচার হয় ঋদ্ধির। তারপর চোট সারিয়ে টেস্ট দলে ফিরে নিজের জায়গা পাকা করে নেন তিনি।