IND vs BAN | WTC Points Table: বাংলাদেশকে শিলে পিষেই এল চরম সুসংবাদ, কানপুর কাঁপিয়ে কার্যসিদ্ধি ভারতের

World Test Championship Point Table: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে  ভারত ১১টি টেস্টে ৮টি জয় পেল। এই জয়ের সুবাদে রোহিত শর্মারা ডব্লিউটিসি পয়েন্ট টেবলের শীর্ষস্থান আরও মজবুত করল

| Oct 01, 2024, 19:38 PM IST
1/5

ভারত বনাম বাংলাদেশ

IND vs BAN

পাকিস্তানকে ২-০ উড়িয়ে ভারতে এসেছিল নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। পদ্মাপারের দেশ ভেবেছিল যে, ভারতে এসেও বুঝি তারা বড় কিছু শিকার করবে! টেস্টের ২ নম্বর দল ও ৮ নম্বর দলের ফারাকটা হাড়ে হাড়ে টের পেল ৯ নম্বররা। ঘরের মাঠে রোহিত শর্মারা দুই ম্য়াচের টেস্ট সিরিজে বাংলাদেশকে ২-০ হোয়াইট ওয়াশ করল। বাঘেদের আবার বিড়াল হল! চেন্নাইয়ে প্রথম টেস্টে ভারত ২৮০ রানে বাংলাদেশকে হারিয়েছিল। কানপুরে দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে পিষল টিম ইন্ডিয়া  

2/5

ডব্লিউটিসি পয়েন্ট টেবল ২০২৩-২৫ সাইকেল

 WTC Points Table 2023-25 Cycle

জোড়া টেস্ট জয়ের সুবাদে ডব্লিউটিসি পয়েন্ট টেবলে ভারত শীর্ষস্থান ধরে রাখল। ১১ টেস্টে ৮ জয়ের সুবাদে ৯৮ পয়েন্ট নিয়ে ভারত ১ নম্বরে। ভারতের উইন পার্সেন্টেজ ৭৪.২৪। ২ নম্বরে থাকল প্য়াট কামিন্সের অস্ট্রেলিয়া। ১২ ম্য়াচে ৮ জয়ের সুবাদে অস্ট্রেলিয়ার ঝুলিতে ৯০ পয়েন্ট। অজিদের উইন পার্সেন্টেজ ৬২.৫০।   

3/5

ডব্লিউটিসি-তে কীভাবে আসে পয়েন্ট?

World Test Championship Points Table Break up

ডব্লিউটিসি পয়েন্ট টেবল ২০২৩-২৫ চক্রে জয়ের জন্য় পাওয়া যায় ১২ পয়েন্ট। ড্র করলে ৪ পয়েন্ট। টাই হলে ৬ পয়েন্ট। পয়েন্ট পার্সেন্টেজ সিস্টেম (পিসিটি) লিডারবোর্ড নির্ধারণ করতে ব্যবহার করা হয়। পিসিটি = একটি দলের জেতা পয়েন্ট / পয়েন্টের প্রতিযোগিতা ১০০ পয়েন্টের।  

4/5

নিউ জিল্য়ান্ডের ভারত সফর

New Zealand Tour of India 2024

বাংলাদেশ ফিরে যাওয়ার পর এবার কিউয়িরা আসছে ৩ টেস্টের সিরিজ খেলতে। ১৬ অক্টোবর থেকে সিরিজের প্রথম টেস্ট বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। ২৪ অক্টোবর থেকে দ্বিতীয় টেস্ট পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্য়াসোসিয়েশন স্টেডিয়ামে। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু ১ নভেম্বর থেকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে  

5/5

বছরের শেষে অজিদের বিরুদ্ধে মহাযুদ্ধ

India Tour of Australia 2024-25, Border-Gavaskar Trophy

প্রথম টেস্ট নভেম্বর ২২-২৬, পার্থ স্টেডিয়ামে খেলা। দ্বিতীয় টেস্ট (গোলাপি টেস্ট/ দিন-রাতের খেলা) ডিসেম্বর ৬-১০, খেলা অ্যাডিলেড ওভালে। তৃতীয় টেস্ট ডিসেম্বর ১৪-১৮, খেলা দ্য় গাবায়। চতুর্থ টেস্ট ডিসেম্বর ২৬-৩০,  খেলা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট জানুয়ারির ৩-৭, ২০২৫ সাল। খেলা সিডনি ক্রিকেট গ্রাউন্ডে