Yami Gautam: মা হলেন ইয়ামি, বিষ্ণুর নামে সন্তানের নামকরণ তারকা-দম্পতির...

Yami Gautam | Aditya Dhar: অক্ষয়তৃতীয়ার দিনেই সন্তানের জন্ম দিয়েছেন ইয়ামি গৌতম। সোমবার সেই সুখবরই শোনালেন অভিনেত্রী ও তাঁর পরিচালক স্বামী। জানালেন সন্তানের নামও। সোশ্যাল মিডিয়া নতুন বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছেন রণবীর সিং, আয়ুষ্মান খুরাণা, নেহা ধুপিয়া থেকে শুরু করে অনেক তারকা ও তাঁদের অনুরাগীরা। 

| May 20, 2024, 14:00 PM IST
1/11

মা হলেন ইয়ামি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অক্ষয় তৃতীয়াতে মা-বাবা হয়েছেন অভিনেত্রী ইয়ামি গৌতম ও পরিচালক আদিত্য ধর।   

2/11

মা হলেন ইয়ামি

'আর্টিকেল ৩৭০’-এর ট্রেলার লঞ্চে প্রথম নিজের মাতৃত্বের ঘোষণা করেছিলেন অভিনেত্রী।  

3/11

মা হলেন ইয়ামি

সোমবার এই সুসংবাদ শেয়ার করেন তারকা দম্পতি।  

4/11

মা হলেন ইয়ামি

পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। আদিত্য ও ইয়ামি ছেলের নাম রেখেছেন 'বেদাভিদ'। 

5/11

মা হলেন ইয়ামি

'বেদাভিদ' শব্দটি সংস্কৃত শব্দ। এই নামের অর্থ হল, 'বেদ' অর্থে হিন্দু শাস্ত্রীয় পুরাণ, আর 'ভেদ' অর্থে জ্ঞান।   

6/11

মা হলেন ইয়ামি

ইয়ামিপুত্রের নামের আক্ষরিক অর্থ হল 'বেদ'-এর প্রতি যাঁর অগাধ জ্ঞান।   

7/11

মা হলেন ইয়ামি

ভগবান বিষ্ণুর অপর নাম হিসেবেও বিবেচিত হয় এই নামটি।  

8/11

মা হলেন ইয়ামি

ছেলের নাম জানানোর পাশাপাশি হাসপাতালের ডাক্তার ও নার্সদের ধন্যবাদ জানান তারকা দম্পতি।   

9/11

মা হলেন ইয়ামি

২০২১ সালে হিমাচলের বাড়িতে শুধুমাত্র পরিবারের উপস্থিতিতেই বিয়ে করেন ইয়ামি ও আদিত্য।   

10/11

মা হলেন ইয়ামি

উরির সেটে তাঁদের পরিচয়,এরপর প্রেম, তারপর বিয়ে।   

11/11

মা হলেন ইয়ামি

সোশ্যাল মিডিয়া নতুন বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছেন রণবীর সিং, আয়ুষ্মান খুরাণা, নেহা ধুপিয়া থেকে শুরু করে অনেক তারকা ও তাঁদের অনুরাগীরা।