ফেসবুকে আপনার নিজের তথ্য কীভাবে সংরক্ষিত করবেন, জেনে নিন
ফেসবুকের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে বিশ্বজুড়ে। ফেসবুকের মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য যে হাতবদল হয়েছে, তা অকপটে স্বীকার করে নিয়েছেন ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ। এই অপরাধের জন্য প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন তিনি।
এমনকী ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সারির সংবাদপত্রে একটি বিজ্ঞাপনে কার্যত মুচলেকা দিয়ে ফেসবুকে জানিয়ে এই ঘটনার পুনরাবৃত্তি হবে না।
সংস্থার স্বচ্ছতা ফেরাতে সব রকমভাবেই চেষ্টা চালাচ্ছে ফেসবুক। আপনিও জেনে নিন কীভাবে ফেসবুকে নিজস্ব তথ্যের একটি কপি সংগ্রহ করবেন।
ফেসবুক পেজের সেটিং অপশনে যান।
জেনারেল অ্যাকাউন্ট সেটিংসে 'ডাউনলোড ফেসবুক ডেটা' কপি করার অপশন পাবেন।
ক্লিক করুন 'স্টার্ট মাই আর্কাইভ'
এখানে নিরাপত্তা খতিয়ে দেখতে একাধিক তথ্য জানতে চাইবে ফেসবুক।
এমনকী সেটিংসে গিয়ে পেমেন্ট অপশনে পেতে পারেন ক্রেডিট কার্ডেরও তথ্য।