একজনের বরাদ্দ ৫০০ টাকার তেল, কোনওভাবেই তার বেশি কিনতে পারবেন না

Aug 21, 2018, 17:24 PM IST
1/7

বৃষ্টি কমেছে। ধীরে ধীরে নামছে বন্যার জল। ত্রাণ শিবির থেকে ঘরমুখী মানুষ। বন্যাবিধ্বস্ত কেরলের সামনে এখন নতুন চ্যালেঞ্জ।

2/7

৫০ বছরের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত কেরলের জনজীবন। বন্যাবিধ্বস্ত কেরলের সামনে এখন জীবনের স্বাভাবিক ছন্দে ফেরার চ্যালেঞ্জ।

3/7

রাজ্যজুড়ে এখন শুধুই হাহাকার। নিদারুণ অভাব।

4/7

শাকসবজি, খাবার-দাবার থেকে নিত্য প্রয়োজনীয় সব জিনিসেরই তুমুল আকাল।

5/7

শহরাঞ্চল থেকে গ্রামাঞ্চলের অবস্থা আরও সঙ্গীন। ভরসা বলতে ত্রাণকর্মীরা আর প্রশাসন।

6/7

বন্যাবিধ্বস্ত কেরলে পেট্রোল পাম্পের ভাঁড়ারেও টান। এই পরিস্থিতিতে ক্রয়ের উপর লাগাম টেনেছে প্রশাসন।

7/7

একজনের জন্য বরাদ্দ সর্বোচ্চ ৫০০ টাকার তেল। অর্থাত্ ৫০০ টাকার বেশি তেল কিনতে পারবে না একজন।