সামান্য কয়েকটা নিয়ম মানলেই এড়ানো যেতে পারে করোনা সংক্রমণ থেকে

Mar 04, 2020, 19:50 PM IST
1/8

CO মানে করোনা, VI-এর অর্থ ভাইরাস, D-এর অর্থ ডিজিজ। ভাইরাস পরিবারের নয়া সদস্য নোভেল করোনাভাইরাস। 

2/8

মানুষ থেকে মানুষেই ছড়ায় এই ভাইরাস। সবচেয়ে বড় বিপদ, রোগের লক্ষণ ধরা পড়ার আগেই অন্য কারও শরীরে ছড়িয়ে পড়তে পারে কোভিড ১৯।

3/8

জ্বর দিয়ে ভাইরাসের সংক্রমণ শুরু। তারপর শুকনো কাশি দেখা দিতে পারে। প্রায় এক সপ্তাহ পরে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। প্রতি ৪ জনের মধ্যে অন্তত একজনের অবস্থা মারাত্মক পর্যায়ে চলে যেতে পারে। 

4/8

আক্রান্ত রোগীদের মধ্যে হালকা ঠান্ডা লাগা থেকে শুরু করে মৃত্যুর সব উপসর্গ দেখা দিতে পারে।

5/8

সংক্রমণের আতঙ্ক গোটা দেশজুড়ে। সতর্কতাই শেষ কথা। আক্রান্তের থেকে ৩-৬ ফুট দূরত্ব বজায় রাখতে হবে। আক্রান্তের সঙ্গে বেশিক্ষণ থাকা উচিত নয়।  

6/8

আক্রান্তের হাঁচি, কাশি, কথা বলার সময় দূরে থাকতে হবে। আক্রান্তের নাক বা মুখনিসৃত জলীয় পদার্থ থেকে দূরে থাকতেই হবে। জলীয় পদার্থ কোথাও পড়লে সেখানে হাত রাখা বিপজ্জনক।

7/8

বারবার হাত সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। চোখে, মুখে হাত দেওয়ার আগে ভাল করে ধুয়ে নিতে হবে। আক্রান্তের চুম্বন এড়িয়ে চলতে হবে। 

8/8

আক্রান্তের ছোঁয়া খাদ্যও এড়াতে হবে। খাবার গরম করে নিলে সংক্রমণের আশঙ্কা প্রায় নেই। সামান্য কয়েকটি বিষয় মেনে চললেই সংক্রমণ এড়ানো সম্ভব। বলছেন চিকিত্সকরা।