যুব মোর্চার সভায় তারুণ্যের স্পর্ধা দেখে খুশি বিজেপি নেতৃত্ব, দেখুন ছবিতে
Aug 11, 2018, 21:29 PM IST
1/7
bjp5
মেয়ো রোডে বিজেপির সভায় তারুণ্যের উচ্ছ্বাস দেখে খুশি রাজ্য বিজেপি নেতৃত্ব। এরাজ্য যা একসময় কল্পনাও করা যেত না, সেটাই এদিন দেখলেন রাজ্যবাসী।
2/7
crowd
বিজেপির সভায় মুহূর্মুর্হূ উঠছে 'জয় শ্রী রাম' বা 'ভারত মাতা কি জয়' স্লোগান। বঙ্গভূমিতে যা খানিকটা বেনজিরই।
photos
TRENDING NOW
3/7
crowd8
এদিন মেয়ো রোডে বিজেপির সভায় বেশ ভালই ভিড় হয়েছিল। সমর্থকদের এই উচ্ছ্বাস দেখে বিজেপির যুবমোর্চার সভানেত্রী পুনম মহাজন বলে ফেলেন, ''আভি ঝাঁকি হ্যায়, ১৯-২১ বাকি হ্যায়''। তাঁর কথায়, ''এই ভিড় ট্রেলার, পিকচার আভি বাকি হ্যায়'।
4/7
crowd4
সভায় লোক টানতে ফুলমার্কস পেয়েছে বঙ্গ বিজেপি। অমিত শাহও বলেছেন, শত বাধা সত্ত্বেও প্রচুর মানুষ এসেছেন।
5/7
crowd2
তাত্পর্যপূর্ণভাবে বিজেপির সভায় তরুণ মুখের সংখ্যাই বেশি ছিল। অথচ একটা সময়ে বিজেপির থেকে দূরে থাকতেন তরুণরা। সেই তাঁরাই এদিন আলোকিত করল বিজেপির সভা।
6/7
crowd2
তরুণ সমর্থকদের আধিক্যই মনোবল বাড়িয়েছে রাজ্য বিজেপির। কারণ ভোটে ফারাক গড়ে দিতে পারেন তরুণ ভোটাররাই।
7/7
bjp1
রাজনৈতিক মহলের মতে, রাজ্যে হিন্দুত্বের হাওয়ায় তরুণ সমাজ যে গা ভাসিয়েছে, তা এদিনের সভায় আরও একবার স্পষ্ট হল। এরইসঙ্গে নরেন্দ্র মোদীও একটা ফ্যাক্টর। ফলে ক্রমশ বিরোধী পরিসর দখল করছে বিজেপি। তারুণ্যের এই স্পর্ধা ২০১৯ সালে ফারাক গড়ে দিতে পারে বলেও মত অনেকের।