কনকাশন সাব হয়ে মাঠে নেমে কামাল দেখালেন চাহল, হলেন ম্যাচের সেরা

Dec 04, 2020, 23:05 PM IST
1/5

ব্যাট করতে গিয়ে রবীন্দ্র জাদেজার পায়ে চোট লাগে। আর শেষ ওভারে জাদেজার মাথায় বল লাগার কারণে তাঁর বদলে কনকাশন সাবস্টিটিউট হিসেবে মাঠে নেমেছিলেন যুজবেন্দ্র চাহাল। দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়া কোচ জাস্টিন ল্যাঙ্গার এই নিয়ে রীতিমতো বাগবিতন্ডায় জড়ান ম্যাচ রেফারি ডেভিড বুনের সঙ্গে।  

2/5

তার আগে ব্যাট হাতে অবশ্য ঝড় তোলেন রবীন্দ্র জাদেজা। ২৩ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন তিনি। ৫টি চার এবং একটি ছক্কায় সাজানো স্যার জাদেজার ইনিংস।  

3/5

জাদেজার কনকাশন সাবস্টিটিউট হিসেবে মাঠে নেমে কামাল করলেন যুজবেন্দ্র চাহাল। চার ওভার বল করে ২৫ রান দিয়ে তিনটি উইকেট নেন চাহল।  

4/5

অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে প্রথম ভাঙন ধরানোর চাহালই, অ্যারন ফিঞ্চকে আউট করে। এরপর তুলে নেন স্টিভ স্মিথ এবং ম্যাথিউ ওয়েড-কে।  

5/5

১১ রানে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। আর কনকাশন সাবস্টিটিউট হয়ে মাঠে নেমে ম্যাচ সেরার পুরস্কার জিতে নিলেন চাহল।