ডিজিটাল মাধ্যমে পথ চলা শুরু করল ZEE5

Feb 15, 2018, 14:44 PM IST
1/10

Digital

জি এন্টারটেনমেন্টের নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ZEE5-র আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জি ইন্টারন্যাশনাল ও Z5 গ্লোবালের সিইও অমিত গোয়েঙ্কা।

জি এন্টারটেনমেন্টের নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ZEE5-র আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জি ইন্টারন্যাশনাল ও Z5 গ্লোবালের সিইও অমিত গোয়েঙ্কা। 

2/10

New generation

আগামী দিনে পাঠক ও দর্শকের বিনোদন বিষয়ক চাহিদার কথা মাথায় রেখে বিশ্বমানের এই অভিনব ডিজিটাল প্রকল্পের পথ চলা শুরু হল।

১৪ ফেব্রুয়ারি থেকে সূচনা হল সংবাদ ও বিনোদনের বিশ্বের অন্যতম বৃহত্ উদ্যোগ জি এন্টারটেইনমেন্টের ডিজিটাল প্ল্যাটফর্ম ZEE5-এর।আগামী দিনে পাঠক ও দর্শকের বিনোদন বিষয়ক চাহিদার কথা মাথায় রেখে বিশ্বমানের এই অভিনব ডিজিটাল প্রকল্পের পথ চলা শুরু হল। 

3/10

Amit goenka

অমিত গোয়েঙ্কার কথায়, ''ZEE5-এর সূচনার মাধ্যমে আমাদের পরবর্তী অধ্যায় শুরু হল।''

অমিত গোয়েঙ্কার কথায়, ''ZEE5-এর সূচনার মাধ্যমে আমাদের পরবর্তী অধ্যায় শুরু হল।''

4/10

Punit

অমিত গোয়েঙ্কার সঙ্গে জি এন্টারটেইনমেন্টের সিইও পুনিত গোয়েঙ্কা।

অমিত গোয়েঙ্কার সঙ্গে জি এন্টারটেইনমেন্টের সিইও পুনিত গোয়েঙ্কা। 

5/10

Badsah

বিনোদনের মাত্রা বাড়ালেন বাদশা।

বিনোদনের মাত্রা বাড়ালেন বাদশা।   

6/10

Swara

উদ্বোধনী অনুষ্ঠানে চোখ টেনে নিলেন বলিউডের অভিনেত্রী স্বরা ভাস্কর।

উদ্বোধনী অনুষ্ঠানে চোখ টেনে নিলেন বলিউডের অভিনেত্রী স্বরা ভাস্কর।       

7/10

Google store

গুগল স্টোর ও আইওএস অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে ZEE5 অ্যাপ। ওয়েবসাইটে দেখতে ক্লিক করুন www.zee5.com। ক্রোমকাস্টও সাপোর্ট করে ZEE5। অ্যামাজন ফায়ার টিভি স্টিক ও অ্যান্ড্রয়েড টিভিতেও চলবে ZEE5।

গুগল স্টোর ও আইওএস অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে ZEE5 অ্যাপ। ওয়েবসাইটে দেখতে ক্লিক করুন www.zee5.com। ক্রোমকাস্টও সাপোর্ট করে ZEE5। অ্যামাজন ফায়ার টিভি স্টিক ও অ্যান্ড্রয়েড টিভিতেও চলবে ZEE5।

8/10

Language

ইংরেজি, হিন্দি, বাংলা, মালায়লম, তামিল, তেলুগু, কন্নড়, মরাঠি, ওড়িয়া, ভোজপুরী, গুজরাটি ও পঞ্জাবি- এই ১২টি ভাষার অনুষ্ঠান মনোরঞ্জন করবে দর্শকদের।

ইংরেজি, হিন্দি, বাংলা, মালায়লম, তামিল, তেলুগু, কন্নড়, মরাঠি, ওড়িয়া, ভোজপুরী, গুজরাটি ও পঞ্জাবি- এই ১২টি ভাষার অনুষ্ঠান মনোরঞ্জন করবে দর্শকদের।রয়েছে ৯০টিরও বেশি লাইভ টিভি দেখার সুযোগ। এরইসঙ্গে থাকছে  ১,০০,০০০ ঘণ্টার বিনোদন। 

9/10

rental

মাসিক ১৫০ টাকায় বিনোদনের বিপুল সম্ভার উপভোগ করা যাবে। উদ্বোধনী অফারে তা ৯৯ টাকায় পাবেন দর্শকরা।

মাসিক ১৫০ টাকায় বিনোদনের বিপুল সম্ভার উপভোগ করা যাবে। উদ্বোধনী অফারে তা ৯৯ টাকায় পাবেন দর্শকরা।

10/10

new india

'নতুন ভারতে'র দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক হলেও মাতৃভাষাতেই সাবলীল নতুন প্রজন্ম। তাঁদের কথা মাথায় রেখেই জি-এর নয়া উদ্যোগ। এককথায়, বিনোদনের অফুরন্ত ভান্ডার।

'নতুন ভারতে'র দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক হলেও মাতৃভাষাতেই সাবলীল নতুন প্রজন্ম। তাঁদের কথা মাথায় রেখেই জি-এর নয়া উদ্যোগ। এককথায়, বিনোদনের অফুরন্ত ভান্ডার।