জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : এক ওষুধেই সারবে সমস্ত ব্যথা-বেদনা। রিউমাটয়েড আরথ্রাইটিসের 'অব্যর্থ ওষুধ' নাকি বাঘের মূত্র!
2/5
বাঘের মূত্র 'অব্যর্থ ওষুধ'!
চিড়িয়াখানায় রমরমিয়ে চলছে বিক্রি! ঘটনা অবশ্য এদেশে নয়, বিদেশে। চিনের ইয়ান বাইফেনজ়িয়া ওয়াইল্ডলাইফ জ়ু-তে পর্যচকদের অন্যতম আকর্ষণ এই 'মেডিসিনাল টাইগার ইউরিন।'
photos
TRENDING NOW
3/5
বাঘের মূত্র 'অব্যর্থ ওষুধ'!
সাইবেরিয়ান বাঘের মূত্র ২৫০ গ্রাম বিক্রি হচ্ছে চিনা মুদ্রা ৫০ ইউয়ানে। ভারতীয় মুদ্রায় যার এক বোতলের দাম ৫৯৬ টাকা। এই খবর সামনে আসতেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে।
4/5
বাঘের মূত্র 'অব্যর্থ ওষুধ'!
জ়ু কর্তৃপক্ষের দাবি, রিউমাটয়েড আর্থারাইটিস, পেশীতে যন্ত্রণা, টানে দারুণ কাজ দেয় এই বাঘের মূত্র। হোয়াইট ওয়াইনের সঙ্গে মিশিয়ে যন্ত্রণার স্থানে আদা টুকরোর সাহায্যে লাগাতে হয় এই 'মেডিসিনাল টাইগার ইউরিন।'
5/5
বাঘের মূত্র 'অব্যর্থ ওষুধ'!
আবার কেউ চাইলে খেতেও পারেন! তবে অ্যালার্জি দেখা দিলে বন্ধ করে দিতে হবে। চিড়িয়াখানার এক কর্মীর কথায়, একটি বেসিনে মূত্রত্যাগ করে বাঘটি। সেখান থেকে মূত্র সংগ্রহ করে বিক্রি করা হয়ে থাকে।
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.