1/5
দখলে দাদা সাহেব
প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ভূষিত হয়েছেন একাধিক দেশি-বিদেশি সম্মানে। ফ্রান্স সরকারের কাছ থেকে সে দেশের শিল্পের সর্বোচ্চ সম্মান " অর্ডার অফ আর্টস এন্ড লেটার্স।`` ইতালি সরকারের কাছে লাইফ টাইম অ্যাচিভম্যান্ট। ভারত সরকার তাঁকে পদ্মশ্রী, পদ্মভূষন সম্মান প্রদান করেছে। পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে পেয়েছন বঙ্গবিভূষণ। ২০১২ সালে পেয়েছেন ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে।
2/5
অন্য সৌমিত্র
সৌমিত্র চট্টোপাধ্যায়ের ব্যপ্তি কিন্তু শুধু মাত্র সিনেমাতেই সীমাবদ্ধ নয়। নাটক ও কবিতার জগতেও তাঁর অবাধ, সাবলীল বিচরণ। তাঁর প্রথম নাটক মুখোশ ১৯৫৬ সালে দিল্লির বিভিন্ন কলেজের মধ্যে নাটক প্রতিযোগিতায় প্রথম হয়েছিল। তাঁর অভিনীত নাটক গুলির মধ্যে টিকটিকি, আত্মকথা, লিয়ার, হোমাপাখি উল্লেখযোগ্য। আবৃত্তিকার ও কবি সৌমিত্র চট্টোপাধ্যায়ও সমান ভাবে সমাদৃত বাঙালি মানসে।
3/5
4/5