ধোনির বিরুদ্ধে ফের বিস্ফোরক মন্তব্য যুবরাজের বাবা যোগরাজের
"ভারতীয় দলে যুবরাজ আছেন, কারণ ধোনি আর অধিনায়ক নন", ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে ফের আরও একবার বিস্ফোরক মন্তব্য যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিংয়ের। নিজের ছেলের কামব্যাক প্রসঙ্গে যোগরাজ বলেন, "আমি তো একবছর আগেই বলেছিলাম, যুবরাজ তখনই দলে সুযোগ পাবেন যখন ধোনি ক্যাপ্টেন থাকবে না। আমার কথাই সত্যি হল"। মহারাষ্ট্র টাইমস পত্রিকায় এক সাক্ষাৎকারে মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে এভাবেই আরও একবার ক্ষোভ উগরে দেন যোগরাজ সিং।
ওয়েব ডেস্ক: "ভারতীয় দলে যুবরাজ আছেন, কারণ ধোনি আর অধিনায়ক নন", ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে ফের আরও একবার বিস্ফোরক মন্তব্য যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিংয়ের। নিজের ছেলের কামব্যাক প্রসঙ্গে যোগরাজ বলেন, "আমি তো একবছর আগেই বলেছিলাম, যুবরাজ তখনই দলে সুযোগ পাবেন যখন ধোনি ক্যাপ্টেন থাকবে না। আমার কথাই সত্যি হল"। মহারাষ্ট্র টাইমস পত্রিকায় এক সাক্ষাৎকারে মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে এভাবেই আরও একবার ক্ষোভ উগরে দেন যোগরাজ সিং।
২৪ ঘন্টাও কাটেনি, ধোনির সঙ্গে যুবরাজের ইন্সটাগ্রাম পোস্টে ক্রিকেট বিশ্ব দেখেছিল 'ইগো কাব্যের' ইতি। ধোনির 'অধিনায়কত্ব থেকে অবসর' নেওয়ার পর যুবরাজ সাফ জানিয়েছিলেন ধোনির সঙ্গে ফের 'ভয়ডরহীন ক্রিকেট' খেলবেন। ধোনির প্রশংসায় পঞ্চমুখ যুবি এও বলেন, 'ভারতের সেরা অধিনায়ক ধোনিই'। মনে করা হচ্ছিল, ধোনি-যুবরাজের এই ভিডিও পোস্টের পর যোগরাজ কিছুটা সংযত হবেন। তবে হল ঠিক উল্টো, ছেলের কামব্যাক করার খবরে খুশি হওয়ার বদলে ধোনির ওপর যোগরাজের বিস্ফোরক বাণ যেন আরও তীক্ষ্ণ হল। "ধোনি উদ্ধত। ওকে আরও অনেক কিছু ভোগ করতে হবে", কটূক্তি যোগরাজের।
Well done @msdhoni on your career as captain ! 3 major wins 2 w cups time to unleash the old dhoni pic.twitter.com/7WXdre9qJU
— yuvraj singh (@YUVSTRONG12) January 10, 2017