১০০০ সেঞ্চুরি করে, ইতিহাস গড়ল অস্ট্রেলিয়া
ক্রিকেট ইতিহাসে ১০০ সেঞ্চুরির মালিক কে? প্রশ্নটা এতোটাই সহজ যে উত্তরে কেবল হাসিটাই 'মোর দ্যান এনাফ'। ক্রিকেট থেকে ফুটবল থেকে টেনিস থেকে অলম্পিক্স এই নজিরের অধিকারীকে এক নামে চেনেন সবাই। স্যার সচিন। কিন্তু এই প্রথম ইতিহাসে এল ১০০০ সেঞ্চুরির নজির। ক্রিকেটের ইতিহাসে ৫বার বিশ্বকাপ জয় তো ব্রাজিলেরও আছে। এই দেশটা অস্ট্রেলিয়া, যারা ৫বার বিশ্বকাপ তো জিতছেই সঙ্গে আরও এক বিশ্ব নজির। ১০০০টা সেঞ্চুরি। আর এই নজিরে অস্ট্রেলিয়াকে যে দুজন ব্যাটসম্যান পৌঁছে দিলেন তাঁরা হলেন, জো বার্ন্স ও উসমান খোয়াজা। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই গড়ল এই ইতিহাস। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা এই জোড়া সেঞ্চুরি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০ সেঞ্চুরি পূর্ণ করলেন।
ওয়েব ডেস্ক: ক্রিকেট ইতিহাসে ১০০ সেঞ্চুরির মালিক কে? প্রশ্নটা এতোটাই সহজ যে উত্তরে কেবল হাসিটাই 'মোর দ্যান এনাফ'। ক্রিকেট থেকে ফুটবল থেকে টেনিস থেকে অলম্পিক্স এই নজিরের অধিকারীকে এক নামে চেনেন সবাই। স্যার সচিন। কিন্তু এই প্রথম ইতিহাসে এল ১০০০ সেঞ্চুরির নজির। ক্রিকেটের ইতিহাসে ৫বার বিশ্বকাপ জয় তো ব্রাজিলেরও আছে। এই দেশটা অস্ট্রেলিয়া, যারা ৫বার বিশ্বকাপ তো জিতছেই সঙ্গে আরও এক বিশ্ব নজির। ১০০০টা সেঞ্চুরি। আর এই নজিরে অস্ট্রেলিয়াকে যে দুজন ব্যাটসম্যান পৌঁছে দিলেন তাঁরা হলেন, জো বার্ন্স ও উসমান খোয়াজা। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই গড়ল এই ইতিহাস। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা এই জোড়া সেঞ্চুরি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০ সেঞ্চুরি পূর্ণ করলেন।
অস্ট্রেলিয়ার কিছুটা দূরেই যে দেশটি আছে, তার নাম ইংল্যাণ্ড। তিন নম্বরে ভারত। উল্লেখ্য, ভারতের ৬৮৮টা সেঞ্চুরির মধ্যে ১০০টিই সচিনের। চারে ওয়েস্ট ইন্ডিজ, পাঁচে পাকিস্তান।