টোকিও অলিম্পিকের আগে ধাক্কা! ডোপ টেস্টে ব্যর্থ দুই অ্যাথলিট
গত ছ মাসে এই নিয়ে মোট সাত জন ক্রীড়াবিদ ডোপ পরীক্ষায় ব্যর্থ হলেন।
নিজস্ব প্রতিবেদন : টোকিও অলিম্পিকের সাত মাস আগেই বড়সড় ধাক্কা খেল ভারত। ডোপ টেস্টে ধরা পড়লেন শ্যুটার রবি কুমার আর বক্সার সুমিত সাংওয়ান।
গতবছর দিল্লিতে একটি টুর্নামেন্টে খেলার সময় ডোপ পরীক্ষার জন্য রবি কুমারের নমুনা সংগ্রহ করা হয়। সেই নমুনা পরীক্ষা করে দেখা যায় তিনি ডোপ করেছেন। ৯১ কেজি বিভাগে চ্যাম্পিয়ন বক্সার সুমিত সাংওয়ানের নমুনা পরীক্ষা করেও দেখা যায় তিনি ডোপ করেছেন। টোকিও অলিম্পিকে পদক জয়ের জন্য অন্যতম দাবিদার হিসাবে দেখা হচ্ছিল সুমিত সাংওয়ানকে।
গত ছ মাসে এই নিয়ে মোট সাত জন ক্রীড়াবিদ ডোপ পরীক্ষায় ব্যর্থ হলেন। এর আগে বক্সার নীরজ, ক্রিকেটার পৃথ্বী শ-রা ডোপ টেস্টে ধরা পড়েছেন।
আরও পড়ুন- এবার ক্লাব ফুটসল চ্যাম্পিয়নশিপে ইস্টবেঙ্গল-মোহনবাগান!