নিজস্ব প্রতিনিধি : এমন স্কোরকার্ড ক্রিকেট ইতিহাত কখনও দেখেছে কিনা সন্দেহ। ক্রিকেট পরিসংখ্যানবিদরাও এমন একটা ম্যাচের রেকর্ড শুনে হা হয়ে যেতে পারেন। এমনিতে ক্রিকেটে মজাদার রেকর্ডের অভাব নেই। কিন্তু মায়ানমার-মালয়েশিয়া ম্যাচে যা হল সেটা সত্যিই হাস্যকর। এ কেমন ক্রিকেট ম্যাচ!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  নারীকে অসম্মান! বিরাটকাণ্ড বাঁধিয়ে ট্রোলড কোহলি


আইসিসি ওয়ার্ল্ড টি-২০ এশিয়া রিজিয়ন-এর কোয়ালিফায়ার্স-এর ম্যাচ খেলকে নেমেছিল মায়ানমার-মালয়েশিয়া। টসে জিতে মায়ানমারকে ব্যাট করতে পাঠায় মালয়েশিয়া। মায়ানমারের ব্যাটি লাই-আপের ভেঙে পড়া বোঝাতে তাসের ঘর-এর উদাহরণও যথাযোগ্য নয় হয়তো। শুরু থেকেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাদের ব্যাটিং ইমারত। কুড়ি ওভারের ম্যাচে ১০.১ ওভার ব্যাট করতে পারে মায়ানমার। তার পর বৃষ্টির জন্য ম্যাচ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। আর এই ১০.১ ওভার ব্যাট করে মায়ানমারের রান ওঠে মাত্র ৯। তাও আট উইকেট হারিয়ে। 


আরও পড়ুন-  পৃথ্বি-র ছবি ব্যবহার করায় দিতে হবে ১ কোটি টাকা! নোটিস পেল সুইগি, ফ্রিচার্জ


চার ওভার বল করে মাত্র এক রান দিয়ে পাঁচটা উইকেট তুলে নেন মালয়েশিয়ার পবনদীপ সিং। মায়ানমারেরে ছয় জন ব্যাটসম্যান রানের খাতাই খুলতে পারেনি। গোটা ইনিংসে মায়ানমারের কোনও ব্যাটসম্যান একটা বাউন্ডারি বা ওভারবাউন্ডারি মারতে পারেননি। ৯ রানের সবটাই উঠেছে সিঙ্গলসে। এর পর ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে মালয়েশিয়াকে জিততে হলে করতে হত আট ওভারে ছয় রান। সেটা় তুলতে গিয়েও দুই উইকেট হারিয়ে বসে মালয়েশিয়া। শেষমেশ ১.৪ ওভার খেলে জয়ের রান তুলে নেয় মালয়েশিয়া। অর্থাত্, ১১.৫ ওভারের ক্রিকেটে ২০ রানে ১০ উইকেট। এ কেমন ক্রিকেট!