ঠিক ৪ বছর পর সচিনকে মনে করিয়ে ডাবল সেঞ্চুরি গেইলের

২৪ ফেব্রুয়ারি ২০১০  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জীবনের প্রথম  দ্বিশতরান করেছিলেন ক্রিকেট ঈশ্বর "দ্য মাস্টার' সচিন রমেশ তেন্ডুলকার।

Updated By: Feb 24, 2015, 02:09 PM IST
ঠিক ৪ বছর পর সচিনকে মনে করিয়ে ডাবল সেঞ্চুরি গেইলের

ওয়েব ডেস্ক: ২৪ ফেব্রুয়ারি ২০১০  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জীবনের প্রথম  দ্বিশতরান করেছিলেন ক্রিকেট ঈশ্বর "দ্য মাস্টার' সচিন রমেশ তেন্ডুলকার।

৪ বছর পর ভগবানকে ছুঁলেন গেইল। ২৪ ফেব্রুয়ারি, ২০১৫ বিশ্বকাপের মঞ্চে জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিশতরান করলেন ক্যারাবিয়ান দৈত্য ক্রিস গেইল।

বিশ্বকাপের আগে দলে থাকা নিয়ে অনেক সমালোচনার সম্মুখীন হয়েছিলেন গেইল। ওয়েস্ট ইন্ডিজের বোর্ড প্রেসিডেন্ট গেইলের অবসর নেওয়া প্রসঙ্গে টুইটে মতও প্রকাশ করেছিলেন।

প্রায় দুবছর কোনও শতরান পাননি ক্রিস গেইল। বিশ্বকাপেও  নিজের ফর্ম নিয়ে সমস্যায় ছিলেন ক্যারাবিয়ান তারকা।  

নরম প্রতিপক্ষ জিম্বাবোয়ের বিরুদ্ধে রানে ফিরে অনেকটাই স্বস্তিতে গেইল।

এই দ্বিশতরানের সাথেই গেইল ঢুকে পরলেন দুশোর ক্লাবে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দ্বশতরানের নজির গড়েছিলন সচিন। তারপর ভারতের অন্যতম সেরা বীরেন্দ্র সেওয়াগ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই সেই রেকর্ড ভাঙেন। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৬৪ রানের ইনিংস খেলে বিশ্বরেকর্ড করেন রোহিত শর্মা।

বিশ্ব ইতিহাসে বহমান দ্বিশতরানেররেকর্ডে ভারতীয় আধিপত্যে ভাগ বসালেন ক্যারাবিয়ান কিং গেইল। 

.