শ্রীনি চালে কুপোকাত বিসিসিআই সেক্রেটারি

শ্রীনির চালে কুপোকাত অমিতাভ চৌধুরী। লোধার প্রস্তাব কার্যকর করার পরিকল্পনা ভেস্তে দিলেন এন শ্রীনিবাসন অনগামীরা। আসলে লোধার প্রস্তাবের বেশ কিছু প্রস্তাবে আপত্তি করে বিসিসিআই একটি কমিটি গঠন করে। কিন্তু সেই কমিটির বৈঠকে লোধার প্রস্তাবগুলি নিয়ে রাজীব শুক্লা,অমিতাভ চৌধুরীদের সঙ্গে বিরোধ তৈরি হয় অনিরুদ্ধ চৌধুরী, নিরঞ্জন শাহদের। বিশেষ কমিটির রিপোর্টে ধোঁয়াশা রেখেই অমিতাভ চৌধুরীরা মাত্র তিনদিনের নোটিসে স্পেশাল জেনারেল মিটিং ডাকে। অমিতাভ চৌধুরী-রাজীব শুক্লাদের ভূমিকা নিয়েও সন্দেহ তৈরি হয় শ্রীনিদের মধ্যে। তারা মনে করতে থাকে লোধা প্রস্তাব কার্যকর করতেই এই পরিকল্পনা। তাই তিনদিনের নোটিসে মিটিং ডাকাটা বিসিসিআই সংবিধান বিরোধী উল্লেখ করে বিসিসিআই-এর এসজিএম ভেস্তে দেয় শ্রীনি অনুগামী রাজ্য সংস্থাগুলি। আরও পড়ুন- রবি শাস্ত্রীই কি কোচ? এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, জানালো বিসিসিআই

Updated By: Jul 11, 2017, 10:05 PM IST
শ্রীনি চালে কুপোকাত বিসিসিআই সেক্রেটারি

ব্যুরো: শ্রীনির চালে কুপোকাত অমিতাভ চৌধুরী। লোধার প্রস্তাব কার্যকর করার পরিকল্পনা ভেস্তে দিলেন এন শ্রীনিবাসন অনগামীরা। আসলে লোধার প্রস্তাবের বেশ কিছু প্রস্তাবে আপত্তি করে বিসিসিআই একটি কমিটি গঠন করে। কিন্তু সেই কমিটির বৈঠকে লোধার প্রস্তাবগুলি নিয়ে রাজীব শুক্লা,অমিতাভ চৌধুরীদের সঙ্গে বিরোধ তৈরি হয় অনিরুদ্ধ চৌধুরী, নিরঞ্জন শাহদের। বিশেষ কমিটির রিপোর্টে ধোঁয়াশা রেখেই অমিতাভ চৌধুরীরা মাত্র তিনদিনের নোটিসে স্পেশাল জেনারেল মিটিং ডাকে। অমিতাভ চৌধুরী-রাজীব শুক্লাদের ভূমিকা নিয়েও সন্দেহ তৈরি হয় শ্রীনিদের মধ্যে। তারা মনে করতে থাকে লোধা প্রস্তাব কার্যকর করতেই এই পরিকল্পনা। তাই তিনদিনের নোটিসে মিটিং ডাকাটা বিসিসিআই সংবিধান বিরোধী উল্লেখ করে বিসিসিআই-এর এসজিএম ভেস্তে দেয় শ্রীনি অনুগামী রাজ্য সংস্থাগুলি। আরও পড়ুন- রবি শাস্ত্রীই কি কোচ? এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, জানালো বিসিসিআই

.