নিজস্ব প্রতিবেদন: বিপদ বাড়ছে করোনায়। রেহাই পাচ্ছেন না খেলোয়াড়রাও। বরং যতদিন যাচ্ছে, ক্রীড়া জগতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এবার 'পজিটিভ' রিপোর্ট এল SAI-এ অনুশীলনরত ৩০ জনের। আক্রান্তেরা পাটিয়ালা (Patiala) ও বেঙ্গালুরুর (Bengaluru) ক্যাম্পে ছিলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আর কয়েক মাস বাদেই টোকিও অলিম্পিক। দেশে বিভিন্ন প্রান্তে SAI-র ক্যাম্পে অনুশীলন করছেন খেলোয়াড়রা। অনেকেই আবার ইতিমধ্যেই অলিম্পিকের ছাড়পত্রও পেয়ে গিয়েছেন। SAI-র তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, যাঁরা অলিম্পিকে যাবেন, তাঁদের সুরক্ষা কথা ভেবেই বেঙ্গালুরু (Bengaluru) ও পাটিয়ালা (Patiala) ক্য়াম্পে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। পাটিয়ালায় ৩১৩ জন ও বেঙ্গালুরুতে ৪২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। পাটিয়ালায় ২৬ জনের ফল ‘পজ়িটিভ’ এসেছে। বেঙ্গালুরুতে আক্রান্তের সংখ্যা চার। তবে টোকিও অলিম্পিকে যাঁরা  যাবেন, তাঁদের কেউ আক্রান্ত হননি। কাদের করোনা সংক্রমণ ধরা পড়ল? জানা গিয়েছে, পাটিয়ালায় ২৬ জন আক্রান্তের মধ্যেই ১৬ খেলোয়াড়। বাকিরা কোচ কিংবা বিশেষজ্ঞ। আক্রান্ত হয়েছেন ১০ জন বক্সার, ৬ জন ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট। বেঙ্গালুরুতেও  একজন কোচের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে।


আরও পড়ুন: কোভিড আক্রান্ত এবার Irfan Pathan


প্রসঙ্গত, রোড সেফটি সিরিজের পর করোনা আক্রান্ত হচ্ছেন একে পর এক ক্রিকেটার। দর্শকপূর্ণ স্টেডিয়ামে ফাইনাল খেলার পর আক্রান্ত হন সচিন তেণ্ডুলকর (Sachin Tendulkar)। বাদ যাননি ইউসুফ পাঠান (Yusuf Pathan), ইরফান পাঠান (Irfan Pathan) মিডল অর্ডার ব্যাটসম্যান বদ্রীনাথও (Subramaniam Badrinath)। করোনা ধরা পড়েছে মহিলা ক্রিকেটার হরমনপ্রীত কৌরেরও। এই পরিস্থিতিতে সাইয়ে দুটি ক্যাম্পে আক্রান্তের সংখ্যা উদ্বেগ বাড়িয়ে দিল আরও। অলিম্পকের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটবে না তো? সাইয়ের তরফে জানানো হয়েছে, ‘ট্রেনিং বন্ধ করে দেওয়ার প্রশ্নই নেই। যাদের করোনা ধরা পড়েছে, তাদের ইতিমধ্যেই আলাদা করে দেওয়া হয়েছে। নিভৃতবাসে পাঠানো হয়েছে তাদের। আক্রান্তদের নিয়েও খুব চিন্তার কিছু নেই। ওরা ভালই আছে।’ উল্লেখ্য, গত বছর অতিমারী পরিস্থিতির কারণে টোকিও অলিম্পিক পিছিয়ে যায়।